আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটপাটের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Published: 15th, March 2025 GMT
চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সকালে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে তার বহিস্কারাদেশ চিঠি প্রকাশ করা হয়।
শাওন চৌধুরী জানান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড যার বিরুদ্ধেই প্রমাণিত হবে, তাকেই বহিষ্কার করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা জানান, ৫ আগস্টের পর থেকে তোফাজ্জল হোসেন মুফা বেপোয়ারা হয়ে ওঠেন। দলের নাম ভাঙ্গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায় করতে থাকেন। প্রায় সময় হিন্দু ও প্রবাসীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করার অভিযোগ রয়েছে। সম্প্রতি কালীগঞ্জের একজন সাংবাদিককে অপদস্থ করেন। এসব ঘটনায় দলীয় নেতারা তার প্রতি ক্ষুব্ধ।
বহিস্কৃত তোফাজ্জল হোসেন মুফা বলেন, রাজনীতির সূত্র যারা জানেন না, তারাই কেবল আমার বহিস্কারাদেশ শোনার পর আলহামদুলিল্লাহ বলেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ল টপ ট ক দল র সদস য
এছাড়াও পড়ুন:
প্রতিষ্ঠার ৪৩ বছর উদযাপন করল এবি ব্যাংক
দেশেজুড়ে ব্যাংকের ১০৪টি শাখা ও ৫৭টি উপশাখায় আনন্দমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকী উদযাপন করেছে এবি ব্যাংক।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা রবিবার (১৩ এপ্রিল) ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম ও মো. এস্কান্দার মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিভিন্ন শাখায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসব অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা তাদের বক্তব্যে ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী, শুভাকাঙ্ক্ষী ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে ব্যাংকের প্রতি তাদের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ দেন।
ঢাকা/সুমন/সাইফ