অভিনয়ের ঘোষণা দিয়ে ওয়ার্নার বললেন—‘ভারতীয় সিনেমা, আমি আসছি’
Published: 15th, March 2025 GMT
গুঞ্জন ছিল অনেক দিন ধরে। তবে যে সিনেমায় অভিনয় করা নিয়ে কথা রটেছিল, সেই ‘পুষ্পা’ সিনেমায় ডেভিড ওয়ার্নারকে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই চলতি মাসের শুরুতে ‘রবিনহুড’ সিনেমায় ওয়ার্নারের অভিনয়ের কথা জানান ভারতের প্রযোজক রবি শংকর। এবার ওয়ার্নার নিজেই জানালেন, ভারতীয় সিনেমায় তিনি অভিনয় করেছেন।
আজ ‘রবিনহুড’ সিনেমায় ওয়ার্নারের পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। যেখানে পেশাদার অভিনেতাদের মতোই দেখা যাচ্ছে ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’
পোস্টারটি এক্সে শেয়ার দিয়ে ওয়ার্নার ভারতীয় সিনেমায় পা রাখার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’
ছবির মুক্তির তারিখও জানিয়েছেন ওয়ার্নার। ২৮ মার্চ মুক্তি পাবে ছবিটি। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু হিরো নিতিন। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার।
আরও পড়ুনএবারের আইপিএলে কোন দলে কে অধিনায়ক৬ ঘণ্টা আগেতেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা অনেক আগে থেকে। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন। তেলেগু ভাষার রাজ্য হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপা এসেছে এই ওয়ার্নারের হাত ধরেই। এবার আইপিএলে ওয়ার্নারকে কেউ না কিনলেও হায়দরাবাদের সমর্থকেরা নিশ্চয়ই তাঁকে মিস করবেন।
এক সময় সানরাইজার্স হায়দরাবাদের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ডেভিড ওয়ার্নার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য়দর ব দ র
এছাড়াও পড়ুন:
আমিরের নতুন প্রেমিকা কে এই গৌরী
৬০ বছরে পা দিয়েছেন আমির খান। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন আমির।
তবে গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক আমিরের নতুন প্রেমিকা সম্পর্কে।
আমির ও গৌরীর প্রথম দেখা ২৫ বছর আগে। মাঝখানে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয়। গৌরী থাকেন বেঙ্গালুরুতে, আগে একটি বিয়েও করেছিলেন। ছয় বছরের একটি ছেলে রয়েছে তার। মতবিনময়কালে আমির জানান, তার সন্তান ও পরিবারের অন্যরা গৌরীর সঙ্গে দেখা করেছেন; সবাই খুব খুশি।
আমির বলেন, ১৮ মাস ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন, আপনাদের কিছুই টের পেতে দেইনি!’ অভিনেতা আরও জানান, গৌরীকে তিনি শোবিজ দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।
গৌরী স্প্র্যাট আদতে আমির খানের হাউসে কাজ করেন। আমির খান এদিন জানান, তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, তিনি ভীষণ খুশিও।
প্রেম করলেও আমির খানের ছবি খুব বেশি দেখেননি তার বর্তমান প্রেমিকা, শুধু ‘দঙ্গল’ ও ‘লগান’ দেখেছেন। সাংবাদিকদের নিজেই একথা জানিয়েছেন আমির।
চলতি বছরের শুরুর দিকেই আমির খানের নতুন এই সম্পর্কের গুঞ্জন চাউর হয়। অবশেষে সেটা আনুষ্ঠানিক জানালেন অভিনেতা। এর আগে গৌরীকে দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির।