মাছ ধরতে গিয়ে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি
Published: 15th, March 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া দু’টি শর্টগান উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার গাজীপুরা এলাকায় একটি পুকুর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দু’টি শর্টগান ও ১৮ পিস গুলি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকেলে গাজীপুরা এলাকায় একটি পুকুরে আউয়াল মিয়া নামে এক কৃষক মাছ ধরতে গিয়ে ওই দু’টি অস্ত্র ও গুলি দেখতে পান।পরে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, এলাকার লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’টি অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। অনুমান করা যাচ্ছে অস্ত্রগুলো থানা থেকে লুট করা অস্ত্র। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকা/অনিক/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমিরের নতুন প্রেমিকা কে এই গৌরী
৬০ বছরে পা দিয়েছেন আমির খান। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন আমির।
তবে গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক আমিরের নতুন প্রেমিকা সম্পর্কে।
আমির ও গৌরীর প্রথম দেখা ২৫ বছর আগে। মাঝখানে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয়। গৌরী থাকেন বেঙ্গালুরুতে, আগে একটি বিয়েও করেছিলেন। ছয় বছরের একটি ছেলে রয়েছে তার। মতবিনময়কালে আমির জানান, তার সন্তান ও পরিবারের অন্যরা গৌরীর সঙ্গে দেখা করেছেন; সবাই খুব খুশি।
আমির বলেন, ১৮ মাস ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন, আপনাদের কিছুই টের পেতে দেইনি!’ অভিনেতা আরও জানান, গৌরীকে তিনি শোবিজ দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।
গৌরী স্প্র্যাট আদতে আমির খানের হাউসে কাজ করেন। আমির খান এদিন জানান, তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, তিনি ভীষণ খুশিও।
প্রেম করলেও আমির খানের ছবি খুব বেশি দেখেননি তার বর্তমান প্রেমিকা, শুধু ‘দঙ্গল’ ও ‘লগান’ দেখেছেন। সাংবাদিকদের নিজেই একথা জানিয়েছেন আমির।
চলতি বছরের শুরুর দিকেই আমির খানের নতুন এই সম্পর্কের গুঞ্জন চাউর হয়। অবশেষে সেটা আনুষ্ঠানিক জানালেন অভিনেতা। এর আগে গৌরীকে দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির।