ম্যাচ ছাড়া সৌদি ক্যাম্পে বাফুফেতে অসন্তোষ!
Published: 15th, March 2025 GMT
জাতীয় ফুটবল দলের সবকিছু দেখার কমিটি আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান স্বয়ং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এই কমিটিতে আছেন সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানসহ সাবেক ফুটবলাররাও। সব আলোচনার ভিত্তিতেই জাতীয় ফুটবল দলকে সৌদি আরবে ক্যাম্প করতে পাঠিয়েছে বাফুফে। কিন্তু এই ক্যাম্পে দলের সার্থকতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বাফুফের অভ্যন্তরেই।
প্রশ্ন ওঠার বড় কারণ, লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়ে কোনো শক্তিশালী দেশের বিপক্ষে ম্যাচ খেলতে না পারায়। এত অর্থ ব্যয় করে সৌদি ক্যাম্প করার চেয়ে ঢাকায় অনুশীলন করলে আরও লাভ হতো বলে মনে করেন অনেকে। ওই অর্থ দিয়ে ঢাকায় কোনো দেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ভারত ম্যাচের প্রস্তুতি নেওয়া যেত বলে বিশ্বাস ফুটবল-সংশ্লিষ্টদের।
২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য গত ২৮ ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ঢাকায় কয়েক দিন অনুশীলনের পর ৫ মার্চ সৌদি আরবে চলে যায় দল। সেখানে যাওয়ার পর সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। তায়েফের আল ওয়েদাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে। অথচ ভারত আসল লড়াইয়ের আগে ১৯ মার্চ এই শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলছে। আর বাংলাদেশের প্রস্তুতি বলতে সৌদি ক্লাবের বিপক্ষে ম্যাচ।
ম্যাচ না খেলে সৌদি আরবে এভাবে ক্যাম্প করাটা ভালোভাবে নেননি অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল সমকালের কাছে নিজের অসন্তোষ এভাবে প্রকাশ করেন, ‘আমার ব্যক্তিগত মতামত এর পর থেকে সৌদি আরবে তখনই দল পাঠাব, যদি বড় কোনো দেশের সঙ্গে ম্যাচ খেলার নিশ্চয়তা পাই। অন্যথায় বাংলাদেশে অনুশীলন করিয়ে বিভিন্ন দেশকে এখানে এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর পক্ষে আমি। যে টাকা খরচ করে সৌদি আরবে দল পাঠাব, সেই অর্থ দিয়ে দেশের মাটিতে কোনো দলকে এনে খেলালে আমাদের লাভ হতো। এই বিষয়টি আমি ভবিষ্যতে বাফুফের নির্বাহী কমিটির সভাতে বলব। সামনে যে দলের সঙ্গেই খেলা, তার আগে ঢাকায় কোনো দলকে এনে ম্যাচ খেলাব।’ কোচ ক্যাবরেরার পরিকল্পনা নিয়েও প্রশ্ন এই কর্তার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
ট্রেন্ডিংয়ে ফিরল দেশি সিনেমা, শীর্ষে আছে কোনটি
অনেক দিন ধরে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বিদেশি সিনেমার গান, টিজার বা ট্রেলার। দেশি কনটেন্ট শীর্ষে থাকলেও বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার টিজার, গান দিয়ে আবারও ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ফিরেছে দেশি কনটেন্ট।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এসেছে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘বরবাদ’-এর প্রথম গান ‘দ্বিধা’। রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি। এতে উঠে এসেছে শাকিব খান ও ইধিকা পালের প্রেমের রসায়ন। ইনামুল তাহসীনের কথায় নতুন গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান। মুক্তির পরেই ইউটিউবের মিউজিক বিভাগের শীর্ষে উঠে এসেছে গানটি। আজ শনিবার বেলা ৩টা পর্যন্ত গানটির ভিউ ১২ লাখের বেশি।
অন্যদিকে ইউটিউব ট্রেন্ডিংয়ের মুভিজ বিভাগের শীর্ষে রয়েছে শিহাব শাহীনের ঈদের সিনেমা ‘দাগি’র টিজার। ১১ মার্চ মুক্তি পেয়েছে আফরান নিশো, তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটির টিজার। চরকির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া টিজারটির ভিউ ৬ লাখ ১০ হাজারের বেশি।
‘দাগি’তে ফিরছে ‘সুড়ঙ্গ’ জুটি নিশো– তমা