‘ট্রাম্পকে ঘৃণা করেন’, তাই দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
Published: 15th, March 2025 GMT
ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্রে। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন।
তবে আজ শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় তাদের দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করেছে। দুই দেশের মধ্যে ‘কূটনৈতিক শিষ্টাচার’ বজায় রাখতেও তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আমাদের মহান দেশে আর বাঞ্ছিত ব্যক্তি নন।’
ট্রাম্পের হোয়াইট হাউসের এক্স হ্যান্ডলে ‘@POTOUS)’-এর কথা উল্লেখ করেন মার্কো রুবিও লেখেন, ‘রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল “বর্ণবাদকে অন্যায্যভাবে ব্যবহারকারী একজন রাজনীতিক” যিনি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ঘৃণা করেন।’
মার্কো রুবিও এক্সের পোস্টে আরও বলেন, ‘তাঁর (রাষ্ট্রদূত) সঙ্গে আমাদের আলোচনার কিছু নেই। সুতরাং তিনি যুক্তরাষ্ট্রে (পারসোনা নন গ্রাটা) অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন।’
যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘটনা খুবই বিরল। তবে ওয়াশিংটন ও প্রিটোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সর্বশেষ ঘটনা মনে হচ্ছে এই রাষ্ট্রদূত বহিষ্কার।
ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার একটি আইনের কথা উল্লেখ করে ওই দেশে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করে দেন। ট্রাম্প অভিযোগ করেন, ওই আইন ব্যবহার করে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি জব্দ করে নেওয়া হচ্ছে।
গত মাসে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার কৃষকদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়ে দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে দেন। গত সপ্তাহে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার কৃষকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য স্বাগত জানিয়ে অভিযোগ তোলেন, সে দেশের সরকার শ্বেতাঙ্গ মানুষের জমিজমা ‘জব্দ করছে’।
ট্রাম্প তাঁর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘নিরাপত্তার স্বার্থে দক্ষিণ আফ্রিকা থেকে যেকোনো কৃষক (পরিবারসহ) পালিয়ে যেতে চাইলে যুক্তরাষ্ট্রে তাদের আমন্ত্রণ জানানো হবে। তাদের দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে।’
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ধনকুবের ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, রামাফোসার সরকার ‘স্পষ্টত বর্ণবাদী মালিকানা আইন’ তৈরি করেছে।
দক্ষিণ আফ্রিকায় ভূমির মালিকানা ইস্যু নিয়ে বেশ বিতর্ক রয়েছে। বর্ণাবাদবিরোধী আন্দোলনের অবসানের তিন দশক পরও দক্ষিণ আফ্রিকার বেশির ভাগ ভূমির মালিক শ্বেতাঙ্গ মানুষ। এ নিয়ে আইন সংস্কার বাস্তবায়নের ব্যাপারে সরকারের ওপর চাপ বাড়ছে।
গত মাসে দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলন চলাকালে রামাফোসা বলেছিলেন, গত জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তাঁকে ফোন করেছেন। তাঁদের মধ্যে ‘চমৎকার পরিবেশে’ কথাবার্তা হয়েছে।
রামাফোসা বলেন, তবে দুই দেশের সম্পর্ক পরে ‘কিছুটা লাইনচ্যুত হয়েছে বলে মনে হচ্ছে’।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এক্স হ্যান্ডলে তাঁর পোস্টের সঙ্গে রক্ষণশীল সংবাদমাধ্যম ব্রেইটবার্টের একটি নিবন্ধনের লিংক যুক্ত করে দেন। ওই নিবন্ধে গতকাল শুক্রবার পররাষ্ট্রনীতি নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলের বক্তব্য রয়েছে। ওই বক্তব্য অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।
সেমিনারে রাসুল ট্রাম্পের শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলন হচ্ছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান জাতিগত বৈচিত্র্যের বিরুদ্ধেই দাঁড়িয়েছে তাঁর শ্বেতাঙ্গ আধিপত্যবাদ।
তরুণ বয়সে বর্ণবাদবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন ইব্রাহিম রাসুল। তিনি গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এমআরটি পুলিশ-মেট্রো কর্মচারীদের হাতাহাতি, ট্রেন বন্ধের হুঁশিয়ারি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে অভিযোগ করে বিচার দাবি করেছে মেট্রোরেলের কর্মকর্তা কর্মচারীরা। তাদের ভাষ্য অনুযায়ী দায়ী পুলিশ সদস্যদের একদিনের মধ্যে স্থায়ী বরখাস্ত না করা পর্যন্ত কর্মবিরতি তথা ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ফলে ১৭ মার্চ সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
রোববার রাত দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেলের কর্মীরা। ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’ এর ব্যানারে বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে ৬ দফা দাবি জানানো হয়। এগুলো হলো, এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা পুলিশের উপপরিদর্শক মাসুদকে স্থায়ীভাবে বরখাস্ত এবং পরিদর্শক রঞ্জিত, কন্সটেবল শাস্তি দিতে হবে। তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এমআরটি পুলিশ বিলোপ করে মেট্রোরেলের নিরাপত্তায় নিজস্ব বাহিনী গঠন করতে হবে। স্টেশনে দায়িত্ব পালন করা মেট্রো কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিচয়পত্র এবং অনুমতি ছাড়া কোন ব্যক্তি স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে পারবে না। আহত কর্মীর চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একাধিক কর্মী জানান, ১৭ মার্চ সকাল থেকে ট্রেন চালানো হবে না।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, রোববার বিকেল সোয়া ৫টার দিকে দুজন মহিলা পরিচয়পত্র না দেখিয়ে বিনা টিকিটে ভ্রমণ করে, স্টেশনের সুইং গেইট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। নির্ধারিত পোশাক পরিহিত না হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সুইং গেইট দিয়ে বের হওয়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা উত্তেজিত হয়ে তর্কে জড়ান। একপর্যায়ে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে চলে যান। পরবর্তীতে পুলিশের এপিবিএন দুইজন সদস্য সুইং গেইট ব্যবহার করে, তা না লাগিয়ে চলে যান। মেট্রোর কর্মীরা কারণ জানতে চাইলে, তারা এবং কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে তর্কে জড়ান। কর্মরত কর্মীর কাঁধে বন্ধুক দিয়ে আঘাত করে। আরেকজন কর্মীকে এমআরটি পুলিশ বক্সে তুলে নিয়ে মারধর করে। এছাড়াও বন্দুক তাক করে গুলি করার হুমকি দেয়। পরে উপস্থিত অন্যান্য কর্মী ও যাত্রীরা এমআরটি পুলিশের হাত থেকে কর্মকর্তাকে উদ্ধার করে।