Samakal:
2025-04-14@07:43:31 GMT

বদলে যেতে পারে পেনাল্টি নিয়ম

Published: 15th, March 2025 GMT

বদলে যেতে পারে পেনাল্টি নিয়ম

জুলিয়ান আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি নিয়ে মাদ্রিদ দুই ভাগ তো হয়েছেই, পুরো ফুটবলবিশ্বেই তোলপাড় চলছে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকারের টাইব্রেকার শট নেওয়ার সময় বলে দুই পা লেগেছে কিনা, সেটা নিয়েই বিতর্ক। তবে আলভারেজের এই বিতর্কের জেরে বদলে যেতে পারে পেনাল্টি শটের নিয়ম।

বিষয়টি নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘যদিও সামান্য, তবে শট নেওয়ার আগে খেলোয়াড়ের অন্য পাও বল স্পর্শ করেছিল। আর বর্তমান আইন অনুযায়ী রেফারিকে ভিএআরে গোল বাতিলের বার্তাই দিতে হতো।’ 

তবে এই আইন নিয়ে নতুন করে ভাবার কথাও জানিয়েছে তারা, ‘উয়েফা বিষয়টি নিয়ে ফিফা ও আইএফএবির (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) সঙ্গে আলোচনা করবে। যেখানে তারা অনিচ্ছাকৃতভাবে ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পর্যালোচনা করা উচিত কিনা, সেটা নির্ধারণ করবে।’ 

উয়েফার এই বিবৃতি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে বুধবার রাতে ম্যাচের পর বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন অ্যাতলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে, ‘আমি এখনও পেনাল্টি শটের জন্য ভিএআরের শরণাপন্ন হতে দেখিনি।’ এমনকি যারা বল নড়তে দেখেছেন, তাদের হাত তুলতেও বলেন তিনি।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রেফারি শিমন মার্চিনিয়াকও। ২০২২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা এই পোলিশ রেফারি বলেছেন, তিনি ৯৯ শতাংশ নিশ্চিত ছিলেন, বলে দুইবার স্পর্শ করেছে জুলিয়ান আলভারেজের পা। তাই তিনি নিজে থেকেই ভিএআরকে বিষয়টি পরীক্ষা করে দেখতে বলেছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ ল য় ন আলভ র জ ব ষয়ট

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে বর্ষবরণে নানা আয়োজন

‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ।

আজ সোমবার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে জেলা প্রশান, প্রচ্ছদ, হিজিবিজি, সরকারি কলেজ, উদীচী, এনসিটিএফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে শোভাযাত্রার আয়োজন করে।

জেলার ঐতিহ্য গরুর গাড়ি, পুতুল নাচ, চরের কৃষকদের নানা কথা উঠে আসে শোভাযাত্রার মোটিভগুলোতে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শহরের কুড়িগ্রাম সরোবরে গিয়ে শেষ হয়। এছাড়াও সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কুড়িগ্রাম ইকো পার্কে পুতুল নাচ, ভেলাকোপা গ্রামে লাঠি খেলা, পাঁচগাছির ভেলুর বাজারে ঘোড়া খেলাসহ দিন্যবাপী বর্ষবরণের নানা আয়োজন জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। তবে বিগত কয়েকবছর ধরে জেলায় বৈশাখী মেলা না হওয়ায় কিছুটা অখুশি দেখা যায় জেলা শহরের বাসিন্দাদের মধ্যে।

জেলা শহরের বাসিন্দা হামিদুল হক বলেন, ‘প্রতিবছর কুড়িগ্রামে ধুম-ধাম করে বর্ষ বরণ হলেও, বিগত কয়েক বছর থেকে বৈশাখী মেলা হয় না, এটি হলে ভালো হতো।’

পুতুল নাচ দেখতে আসা জারা ইসলাম বলেন, ‘বাবার সঙ্গে প্রথম পুতুল নাচ দেখতে আসলাম, খুব ভালো লাগছে।’

হিজিবিজির সংগঠক রাজ্য জ্যোতি বলেন, ‘বর্ষ বরণের নানা আয়োজন কুড়িগ্রাম সরোবরে দিনব্যাপী চলবে। প্রশাসন থেকে সব ধরণের নিরাপত্তা দিচ্ছে।’

সম্পর্কিত নিবন্ধ