অভিনেতা ইরফান সাজ্জাদকে নিয়ে জুবায়ের ইবনে বকর নির্মাণ করেছেন ‘ফায়ার ফাইটার: এ সাইলেন্ট হিরো’ নামের একটি ঈদের নাটক। নাটকটি রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি। এতে ইরফান সাজ্জাদ একজন ফায়ার সার্ভিস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন নির্মাতা। 

ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা। ফায়ার ব্রিগেড বা ফায়ার ফাইটার নিয়ে কাজ করতে বিগত ছয় মাসেরও বেশি সময় জুবায়ের ভাই অনেক সময় দিয়েছেন। কারণ, স্ক্রিপ্ট দেখিয়ে অনুমতি নেবার বিষয় রয়েছে। সত্যি বলতে কী আমরা বিভিন্ন ধরনের গল্পই নাটকে দেখতে পাই। কিন্তু একজন ফায়ার ফাইটারের সত্যিকারের যে ত্যাগ তা উঠে আসে না। এতে অভিনয়ের জন্য আমি ওজন কমিয়েছি।’

তিনি আরও বলেন, ‘একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিশদ জানার চেষ্টা করেছি। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়েছি। একদম আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতোটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করে তা তুলে ধরার চেষ্টা করেছি। আমার জন্য এটি একটা নতুন অভিজ্ঞতা ছিল।’

নাটকটি ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইরফ ন স জ জ দ অভ ন ত ফ য় র ফ ইট র একজন ফ য় র ইরফ ন

এছাড়াও পড়ুন:

জয়া আহসান আমাদের প্রত্যাশা পূরণ করেছেন: আশফাক নিপুণ

জয়া আহসান আওয়াজ ছাড়া খুব নীরবে নিজের কাজটি করে যাচ্ছেন। দুই বাংলার কাজই সমানতালে করছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ‘জিম্মি’ ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ‘মহানগর’খ্যাত পরিচালক আশফাক নিপুণ। প্রথমবার এই নির্মাতার নির্দেশনায় অভিনয় করলেন জয়া।

আশফান নিপুণের ওয়েব সিরিজে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে জয়া আহসান বলেন, “নতুন কোনো কাজ করার আগে তিনটি বিষ খেয়াল করি। এগুলো হলো— গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’ সিরিজে সবকটি মনমতো পেয়েছি।”

জয়া আহসানের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা ব্যাখ্যা করে আশফাক নিপুণ বলেন, “জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।”

আরো পড়ুন:

বেনারসিতে নজরকাড়া জয়া

জয়ার ‘বাগান বিলাস’

সরকারি নিম্নপদস্থ এক কর্মচারী। গত এক দশকে তার কপালে প্রমোশন জোটেনি। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। তবু তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকার বাক্স পান ওই নারী। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এই চরিত্রে অভিনয় করেছেন জয়া।

এ ছাড়াও ওয়েব সিরিজে আর কে কে অভিনয় করেছেন তা জানাননি আশফাক নিপুণ। আগামী ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়েছি: ইরফান সাজ্জাদ
  • ‘পুষ্পা কিংবা কবির সিং নয়, এটা জংলি’
  • সীমান্তের গ্রামটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া প্রথম দুজন ফারহানা ও তামান্না
  • হামজা বরণে প্রস্তুত বাফুফে, থাকছে বিশেষ নিরাপত্তা
  • বগুড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
  • অটোরিকশায় কিশোরীর মুখ চেপে ধরে ২ যুবক, লাফ দিয়ে সড়কে পড়ে রক্ষা
  • শীতলক্ষ্যায় চার বন্ধু গোসলে নেমে একজনের মৃত্যু, আরেকজন নিখোঁজ
  • বগুড়ার রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় একজন নিহত
  • জয়া আহসান আমাদের প্রত্যাশা পূরণ করেছেন: আশফাক নিপুণ