আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসার জন্য মুখিয়ে থাকেন। বিশেষত পোশাক ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবসা করেন যারা। তাদের লক্ষ্য থাকে বিগত ১১ মাসে তারা যে পরিমাণ ব্যবসা করেছেন, রমজান মাসে তার চেয়ে বেশি ব্যবসা করবেন। বাস্তবে তারা তা করেনও বটে। এ জন্য পবিত্র রমজান মাসের দিন-রাতের পুরোটা তারা ব্যবসার পেছনে ব্যয় করেন। নামাজের সময় কখন আসে, কখন যায় সে খেয়ালটুকুও অনেক ব্যবসায়ীর থাকে না। অনেকে ফরজ রোজা পর্যন্ত রাখেন না কাজের চাপের অজুহাতে; তিলাওয়াতসহ অন্যান্য নফল ইবাদত তো দূরের কথা। 

বিপরীতে আল্লাহর প্রিয় বান্দারাও রমজান মাসকে ব্যবসার মাস বলেন। তবে তাদের ব্যবসাটা মহান আল্লাহর সঙ্গে। কেননা আল্লাহ এই মাসে তাঁর রহমত, নাজাত ও মাগফিরাতকে সহজলভ্য করেছেন। তিনি এই মাসে আমলের প্রতিদান বৃদ্ধি করেছেন। সহজ সহজ আমলের বিনিময়ে জান্নাত প্রদানের ঘোষণা দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.

) বলেছেন, ‘যখন রমজান মাস আগমন করে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ১৮৯৯)

পবিত্র কোরআনেও মুমিনের এই পরকালীন ব্যবসার ধারণা পাওয়া যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদের রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি থেকে। তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রাসুলে বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রম করবে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে!’ (সুরা সাফফাত, আয়াত : ১০-১১)

আরো পড়ুন:

রমজানে মুমিন নারীর করণীয় 

দশ শ্রেণীর রোজাদার ও তাদের বিধান

কোরআন গবেষক আলেমরা বলেন, সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করার অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সর্বস্ব নিবেদন করা। আয়াতে বর্ণিত সম্পদ দ্বারা ফরজ ও নফল সব দান উদ্দেশ্য। ফলে তার ভেতর জাকাত, সদকাতুল ফিতর ও অর্থদান সব কিছু অন্তর্ভুক্ত হবে। আর জীবন দ্বারা আল্লাহর আনুগত্যের জন্য সব ধরনের শ্রম ও ত্যাগ স্বীকার করা উদ্দেশ্য। ফলে তার ভেতর নামাজ, রোজা, হজ্জ, আল্লাহর পথে সংগ্রামসহ সব কিছু অন্তর্ভুক্ত হবে।

যে ব্যক্তি পরকালীন ব্যবসা বাণিজ্যে নিজের জীবন ও সম্পদ বিনিয়োগ করবে তার জন্য মহান আল্লাহ পুরস্কারও ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহাসাফল্য। আর তিনি দান করবেন তোমাদের কাঙ্ক্ষিত আরো একটি অনুগ্রহ। আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। মুমিনদের সুসংবাদ দাও।’ (সুরা সাফফাত, আয়াত : ১২-১৩)

প্রশ্ন হলো, তাহলে মুসলমান রমজান মাসে ব্যবসা বাণিজ্য করবে না? উত্তর হলো, হ্যাঁ, তারা ব্যবসা অবশ্যই করবে, তবে পরকালকে পুরোপুরি পেছনে ফেলে নয়, বরং স্বাভাবিক ইবাদত-বন্দেগির সঙ্গে যতটা সম্ভব ততটাই করবে। সে পার্থিব ব্যবসার সঙ্গে পরকালীন ব্যবসাকেও গুরুত্ব দেবে। ঠিক যেমনটি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সেসব ব্যক্তি যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ, নামাজ আদায় ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে।’ (সুরা নুর, আয়াত : ৩৭)

যারা পার্থিব ও পরকালীন উভয় ব্যবসার ভেতর ভারসাম্য রক্ষা করবে এবং পরকালকে প্রাধান্য দেবে পরের আয়াতে আল্লাহ তাদের জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। তা হলো  জীবন-জীবিকায় সীমাহীন প্রবৃদ্ধি ও প্রাচুর্য। ইরশাদ হয়েছে, ‘যাতে তারা যে কাজ করে তজ্জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন।’ (সুরা নুর, আয়াত : ৩৮)

অন্যত্র ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ আদায় করে, আমি তাদের যে জীবিকা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করে এমন ব্যবসার যার ক্ষয় নেই। এজন্য যে, আল্লাহ তাদের কাজের পূর্ণ প্রতিফল দেবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদের আরো বেশি দেবেন। তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী।’ (সুরা ফাতির, আয়াত : ২৯-৩০)

একজন ব্যবসায়ী তার নিয়ত, নীতি ও আদর্শের মাধ্যমে তার ব্যবসাকে ইবাদতে পরিণত করতে পারেন। কেননা আল্লাহ তাআলা নিয়তের ওপর নির্ভর করে বান্দার আমলের প্রতিদান নির্ধারণ করেন। কেউ যদি মানুষের সেবা করার উদ্দেশ্যে ব্যবসা করে, তবে আল্লাহ তাঁকে সেবা করার প্রতিদান দেবেন। বিপরীতে কেউ যদি মানুষ ঠকিয়ে অর্থ উপার্জনের নিয়ত করে তবে আল্লাহ তাঁকে মানুষ ঠকানোর শাস্তিই দেবেন। এজন্য মহানবী (সা.) সৎ ব্যবসায়ীর পুরস্কার ঘোষণা করেছেন, ‘সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে।’ (জামে তিরমিজি, হাদিস ১২০৯)

সৎ ব্যবসায়ীর একটি বৈশিষ্ট্য হলো যারা ক্রেতার প্রতি কল্যাণকামী হয়। সে ক্রেতার সঙ্গে দামে ও আচরণে কোমল আচরণ করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ সে ব্যক্তির প্রতি অনুগ্রহ করুন যে বেচাকেনা ও পাওনা ফেরত চাওয়ার সময় নম্রতা অবলম্বন করে।’ (সহিহ বুখারি, হাদিস : ২০৭৬)

বিপরীতে যারা অবৈধভাবে মুনাফা অর্জনের চিন্তা করে আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত করেন। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য মজুদ করে আল্লাহ তাকে কুষ্ঠরোগে আক্রান্ত করবেন অথবা দেউলিয়া বানাবেন।’ (আল মুন্তাখাব, হাদিস : ১৭)। তিনি আরো বলেছেন, ‘পাপিষ্ঠ  ছাড়া কেউ মজুদদার হতে পারে না।’ (সহিহ মুসলিম : ১২২৮)

সঙ্গে সঙ্গে মহানবী (সা.) ব্যবসায়িক ভুল-ত্রুটি থেকে আত্মরক্ষার উপায়ও বলেছেন। তা হলো দান-সদকা করা। তিনি বলেন, ‘ব্যাবসায়িক লেনদেনের সময় শয়তান ও গুনাহ এসে উপস্থিত হয়। অতএব তোমরা ব্যবসায়ের সঙ্গে দান-খয়রাতও যুক্ত কোরো। কেননা দান প্রতিপালকের রাগ প্রশমিত করে।’ (জামে তিরমিজি, হাদিস : ১২০৮)

আল্লাহ সবাইকে রমজানের সময়গুলো যথাযথভাবে কাজে লাগানোর তাওফিক দিন। আমিন। 

লেখক : মুহাদ্দিস, সাঈদিয়া উম্মেহানী মহিলা মাদরাসা, ভাটারা, ঢাকা
 

শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স য় ম স ধন রমজ ন আল ল হ ত দ র ব যবস য় র রমজ ন ম স র ব যবস ব যবস র ন ব যবস পরক ল ন কর ছ ন বল ছ ন র জন য ক রআন

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে চাঁদা না পাওয়ায় শ্রমিকদের মারধর করলেন যুবদল নেতা

লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কার কাজের ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে ছয় শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে।

আহতদের দাবি, প্রথমে ২০-৩০ জন লোক এসে কাজে বাধা দেয়। এরপরও কাজ চলমান থাকায় সম্রাট নিজে এসে লাঠি দিয়ে শ্রমিকদের পিটিয়ে আহত করেন। 

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আনোয়ার সম্রাট বলেন, “আমি ব্যবসা করি। আমি বেঁড়িবাধের কাজ বন্ধ করিনি। শ্রমিকদের মারধরের ঘটনায় আমি কিংবা আমার কোনো লোক জড়িত নয়। আমি ঘটনাস্থল যাইনি।” 

আরো পড়ুন:

চাঁদা না পেয়ে এলজিইডি প্রকৌশলীর ওপর হামলা, থানায় মামলা

সাভারে নারী কনস্টেবলকে মারধর করলেন বিএনপি নেতার গাড়িচালক

শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত সম্রাট চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। আহত শ্রমিকরা হলেন- কাশেম সর্দার, ইসলাম সর্দার, জাহের সর্দার। অন্য তিনজন ভেকু চালক। তাদের নাম জানা যায়নি।  

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মজুচৌধুরীর হাটে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ১০.০৪৮ কিলোমিটার বাঁধ সংস্কারের পাশাপাশি ভাঙা অংশে একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। একইসঙ্গে বাঁধ এলাকার ২ কিলোমিটার অংশে ক্যাম্পের খাল পুনঃখনন করা হচ্ছে। বাঁধ সংস্কার ও খাল খননে ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা এন্ড সন্স কাজটি করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে বাঁধের উচ্চতা সাড়ে ৭ মিটার ও উপরিভাগের প্রস্থ ৬ মিটার হবে। প্রায় ২ কোটি টাকায় নির্মাণ করা হবে স্লুইসগেট। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আহত শ্রমিক কাশেম সর্দার বলেন, “শুক্রবার ৩-৪ জন লোক এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। তারা কয়েকজন নেতার সঙ্গে কথা বলতে বলেছে। আজ সকালে লোকজন এসে আবারো কাজে বাঁধা দেয়। কাজ বন্ধ না করায় সম্রাট এসে লাঠি দিয়ে আমাদের পিটিয়ে আহত করেন।”  

ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ক মামুনুর রশিদ বলেন, “বেড়িবাঁধ সংস্কার কাজে আমরা কয়েক দফা বাঁধাগ্রস্ত হয়েছি। আনোয়ার সম্রাট চাঁদা চেয়েছেন। চাঁদা না দেওয়ায় কাজে বাঁধা দিয়ে আমার শ্রমিকদের মারধর করেছেন তিনি। শুধু টাকা দিতে বলেন, কত টাকা দিতে হবে তাও তিনি বলেননি।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, “ঘটনাটি আমার জানা নেই। আমি বাইরে আছি। থানায় গেলে জানতে পারবো কেউ অভিযোগ দিয়েছে কি না।”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ