ঈদে প্রতি বছর বর্ণিল অনুষ্ঠান আয়োজন করে থাকে বাংলাদেশ টেলিভিশন [বিটিভি]। এসব অনুষ্ঠানমালার মধ্যে ‘আনন্দমেলা’ থাকে দর্শক আগ্রহের কেন্দ্রে। প্রতি বছর অনুষ্ঠানটির উপস্থাপনায় আনা হয় নতুনত্ব। সাধারণত দু’জনকে দেখা যায় আনন্দমেলা উপস্থাপনায়। তবে এবার দু’জন নয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তিন তারকাশিল্পী। উপস্থাপনায় মাসুমা রহমান নাবিলার সঙ্গী হচ্ছেন মামনুন ইমন। থাকতে পারেন নিরবও। বিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে। 

উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘এর আগেও আমি আনন্দ মেলার উপস্থাপনা করেছি। আবার দ্বিতীয় বারের মতো উপস্থাপনা করতে যাচ্ছি। বিটিভি থেকে যখন অনুষ্ঠানটির প্রস্তাব এলো তখন দোটানায় ছিলাম। করব কি করব না এই ভেবে। দীর্ঘ সময় ধরে এর দৃশ্যধারণ হয়। পরিবারকে এখন বেশি সময় দেওয়া লাগে। এ কারণে অনেক অনুষ্ঠান চাইলেও উপস্থাপনা করা সম্ভব হয়ে ওঠে না। আনন্দমেলা প্রযোজকরা খুব করে চাইছিলেন এটি যেন আমি উপস্থাপনা করি। এটি একটি লিজেন্ডারি শো। ছোটবেলা থেকে এটি দেখে দেখেই বড় হয়েছি। আনন্দমেলার মাধ্যমে দেশের মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা থাকে বিটিভির। সবকিছু ভেবেই অনুষ্ঠানটি উপস্থাপন করতে রাজি হয়েছি। চেষ্টা করব নতুন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করতে। বৈচিত্র্যময় আয়োজন দিয়ে সাজানো হবে অনুষ্ঠানটি। সব মিলিয়ে ভালো একটি অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছেন দর্শক।’

ইমন বলেন, ‘বিটিভির আনন্দমেলা মানেই অন্যরকম আয়োজন। নানা কিছু সমাহার ঘটে এতে। অনেকবার আনন্দমেলায় পারফরম্যান্স করলেও প্রথমবারের মতো আনন্দমেলা উপস্থাপনা করতে যাচ্ছি। ছোটবেলায় আনন্দমেলার ফ্যান ছিলাম। অনুষ্ঠানটির জন্য অপেক্ষায় থাকতাম কবে আনন্দমেলা হবে। দেখে আসছি কোনো না কোনো তারকাশিল্পী এটি উপস্থাপনা করেন। এ রকম অনুষ্ঠানের প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। তিনজন মিলে এটি উপস্থাপনা করব। এতে আমার ভূমিকা কেমন হবে তা জানতে হলে ঈদে বিটিভির পর্দায় চোখ রাখতে হবে।’ রামপুরার বিটিভির অডিটোরিয়ামে ঈদ আনন্দমেলার শুটিংয়ে শিগগিরই অংশ নেবেন তারকাশিল্পীরা।

নিরব বলেন, ‘আনন্দমেলা উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনও চূড়ান্ত করিনি।’ দেড় যুগের বেশি শোবিজে কাজ করছেন ইমন-নিরব। সেই সুবাদে তাদের চমৎকার বন্ধুত্ব। একসঙ্গে তারা বিজ্ঞাপন ও সিনেমাতেও কাজ করেছেন। নিরব যদি আনন্দমেলা উপস্থাপনার ব্যাপারে ‘হ্যাঁ’ বলেন তাহলে ঈদ আনন্দমেলায় বড় চমক থাকছে তাদের উপস্থাপনা।

আয়োজন নিয়ে অনুষ্ঠান প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘বেশ বড় আয়োজন নিয়ে ‘আনন্দমেলা’ সাজিয়েছি। অনেক বড় তারকারা হাজির হবেন অনুষ্ঠানে। নাচের আয়োজনও থাকছে। উপস্থাপনায়ও নতুনত্ব থাকবে। এ মূহূর্তে বিস্তারিত বলতে চাই না। চমক হিসেবেই থাকুক।’

মাহবুবা ফেরদৌস ছাড়াও ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও মনিরুল হাসান। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন রব অন ষ ঠ ন আনন দ

এছাড়াও পড়ুন:

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ শহরে ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শনিবার সকালে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ায় ড্রেন নির্মাণের জন্য গর্ত করা হলে পাশের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।  
 
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান, ড্রেন নির্মাণের শ্রমিকরা পাঁচ ফুট মাটির নিচে খননের কাজ করছিলেন। এ সময় পাশে থাকা বাড়ির ৬ থেকে ৭ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। পাঁচ শ্রমিক নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।   

সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিহত একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরেকজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
 

সম্পর্কিত নিবন্ধ