শুকনা মৌসুমে ধুলা আর বর্ষায় কাদামাখা মেঠো পথ পাড়ি দিয়ে কৃতিত্বের সঙ্গে দাখিল সম্পন্ন করেছিলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ দাউদপুরের দুই মেয়ে ফারহানা আক্তার ও সাদিয়া তামান্না। আলিমের গণ্ডি পেরোতে গ্রাম থেকে সাত কিলোমিটার দূরের মাদ্রাসায় যেতে হয়েছে তাঁদের। সেখানে ভালো ফল করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন এই দুজন। তাঁরা এ গ্রামের প্রথম, যাঁরা এ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছেন।

ফারহানা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন। শিক্ষক হয়ে শিক্ষার আলো ছড়িয়ে আলোকিত করতে চান সমাজের অবহেলিত মানুষকে। আর বিসিএস ক্যাডার হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান ফারহানার সহপাঠী তামান্না।

৬ মার্চ ঢাকা বিশ্বিবদ্যালয়ের খ ইউনিট তথা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছেন দুই সহপাঠী। ভর্তি পরীক্ষার ফলাফলে ফারহানার মেধাক্রম ৬৭৩। আর তামান্নার মেধাক্রম ৭২১।

ফারহানা আক্তার ওই গ্রামের দবিরুল ইসলাম ও শিউলি আক্তার দম্পতির মেয়ে। তাঁর বাবা পেশায় একজন বর্গাচাষি। সংসারে বাড়তি আয়ের জন্য বর্ষা মৌসুমে মাছের পোনার ব্যবসা করেন। সাদিয়া তামান্না একই গ্রামের আতাউর রহমান ও কাওকাবুন নাহার দম্পতির মেয়ে। তামান্নার বাবা গ্রামের মাদ্রাসার একজন সহকারী মৌলভি। দুজনে দাউদপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালের দাখিল পরীক্ষা এবং মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০২৪ সালের আলিম পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

আলাপচারিতায় ফারহানা আক্তার প্রথম আলোকে বলেন, বাবা সংসারের অভাব-অনটনের মধ্যে বড় হয়েছেন। তিনি টেনেটুনে প্রাথমিক শিক্ষার গণ্ডি পার করেছেন। কিন্তু পরে আর মাধ্যমিকে পড়তে পারেননি। বাবা এখন রোদে পুড়ে আর মাথার ঘাম পায়ে ফেলে তাঁর পড়াশোনার খরচ জোগাচ্ছেন। কষ্ট করে পড়াশোনা করেছেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে খুব ভালো লাগছে তাঁর।

ফারহানা ও তামান্না বলেন, তাঁদের গ্রাম সীমান্তঘেঁষা হওয়ায় সেটি অত্যন্ত মাদকপ্রবণ এলাকা। গ্রামের যুবকেরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই গ্রাম থেকে সব বাধাবিপত্তি অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে সাদিয়া তামান্নার কোনো সমস্যা না হলেও ফারহানার ভর্তি জন্য ২৫–৩০ হাজার টাকা জোগাড় করতে মা–বাবার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ফারহানার মা শিউলি আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর মেয়েটা ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো। মেয়ের সাফল্যে তাঁরা খুব খুশি। তবে মেয়েকে কীভাবে ভর্তি করাবেন, সেটা নিয়ে চিন্তায় আছেন। কেউ পাশে দাঁড়ালে মেয়েটার জন্য ভালো হতো।

ফারহানা ও তামান্নার শিক্ষক ও মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘ফারহানা ও তামান্না আমার ছাত্রী। তারা প্রত্যন্ত অঞ্চলে থেকে লেখাপড়া করে ঢাকা বিশ্বিবদ্যালয়ে এত ভালো স্কোর নিয়ে ভর্তির সুযোগ পেয়েছে, এটি আমাদের জন্য গর্বের ব্যাপার। তাঁরা আমাদের এলাকার সম্পদ, দেশের সম্পদ। আমি আশা করছি, পড়াশোনায় ঢাকা বিশ্বিবদ্যালয়েও সর্বোচ্চ ভালো করবে তারা।’

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম প্রথম আলোকে বলেন, সীমান্তবর্তী একটি গ্রামে লেখাপড়া করে ঢাকা বিশ্বিবদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ফারহানা ও তামান্না শুধু বিরামপুর নয়, সারা দেশের মেয়েদের জন্য গর্ব ও অনুপ্রেরণার। তাঁদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা লেখাপড়ার জন্য যদি কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে এ বিষয়ে সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভর ত র স য গ প প রথম আল ক র জন য

এছাড়াও পড়ুন:

নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা আর নেই

নোবেলজয়ী কালজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা আর নেই। স্থানীয় সময় গতকাল রোববার রাজধানী লিমায় ৮৯ বছর বয়সে মারা যান পেরুর এই লেখক। তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নোবেলজয়ী এই সাহিত্যিকের প্রয়াণের মধ্য দিয়ে লাতিন আমেরিকার সাহিত্যের সোনালি যুগের প্রজন্মের অবসান হলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে য়োসার বড় ছেলে আলভারো বার্গাস য়োসা লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা মারিও বার্গাস য়োসা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। পরিবারের সদস্যরা এ সময় তাঁর পাশে ছিলেন।’ এক্সে পোস্ট করা এ ঘোষণায় সই করেছেন আলভারোর দুই সহোদর গোনসালো ও মরগানা বার্গাস য়োসা।

১৯৩৬ সালে দক্ষিণ পেরুর অ্যারিকুইপায় মধ্যবিত্ত একটি পরিবারে মারিও বার্গাস য়োসার জন্ম। ২০১০ সালে নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত য়োসা লাতিন আমেরিকার শ্রেষ্ঠ লেখকদের একজন। স্প্যানিশ ভাষার এই ঔপন্যাসিক স্পেনেরও নাগরিক।

১৯৬০ ও ’৭০–এর দশকে লাতিন আমেরিকার সাহিত্যের বিস্ময়কর উত্থানের সময়কার কালজয়ী লেখকদের একজন য়োসা। ওই সময়ের কালজয়ী সাহিত্যিকদের মধ্যে রয়েছেন কলম্বিয়ার গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও আর্জেন্টিনার হুলিও কোর্তাসার।

সাম্প্রতিক মাসগুলোতে য়োসার স্বাস্থ্যের অবনতির খবর ছড়িয়ে পড়ে। এই সময় তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। গত অক্টোবরে তাঁর ছেলে আলভারো বলেন, তাঁর বয়স ৯০ বছর ছুঁই ছুঁই। এই বয়সে এসে সবারই কাজের মাত্রা কিছুটা কমাতে হবে।

নোবেলজয়ী এই সাহিত্যিকের মৃত্যুতে সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে পেরু। এ সময় সরকারি ভবন ও স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

য়োসার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘দ্য টাইম অব দ্য হিরো’, ‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘দ্য গ্রিন হাউস’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’, ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ এবং ‘দ্য ফিস্ট অব দ্য গোট’। প্রায় ৩০টি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে।

লাতিন আমেরিকার সাহিত্যের সোনালি যুগের লেখক মারিও বার্গাস য়োসা

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়াক্‌ফ আইনের প্রতিবাদ কেন সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিল মুর্শিদাবাদে
  • মুসা (আ.)-এর বিয়ের শর্ত
  • মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা, ব্রাহ্মণবাড়িয়ায় হবে দাফন
  • যুক্তরাষ্ট্রে মারা গেলেন গুলশান আরা, ব্রাহ্মণবাড়িয়ায় হবে দাফন
  • যুক্তরাষ্ট্রে মারা গেলেন গুলশান আরা, দাফন হবে ব্রাহ্মণবাড়িয়ায়
  • যুক্তরাষ্ট্রে মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা, দাফন হবে ব্রাহ্মণবাড়িয়ায়
  • ব্যাচেলর পয়েন্টের ‘পলি চেয়ারম্যান’ খ্যাত গুলশান আরা মারা গেছেন
  • ‘ছবি তোলার নাম করে একজন প্রেম নিবেদন করে বসলেন’
  • লক্ষ্মীপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
  • নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা আর নেই