মুন্সিকন্যা স্পর্শিয়ার সঙ্গে দুই ভাইয়ের প্রেম
Published: 15th, March 2025 GMT
আসছে ঈদে ছোটপর্দায় আরেকটি ভিন্ন রকম গল্পে দেখা যাবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। যেখানে তিনি অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতীকন্যার চরিত্রে। তাঁর এই চরিত্রটি থাকছে ‘শেষটা তুমি’ নামের একক নাটকে। চিত্রনাট্য লেখার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এতে স্পর্শিয়ার বিপরীতে আছেন অভিনেতা মুশফিক ফারহান ও মীর রাব্বী। তারা অভিনয় করেছেন গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা রনি ও রাজীব নামের দুই ভাইয়ের চরিত্রে। মূলত এই দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে তৈরি হওয়া নানা জটিলতা নিয়েই নাটকের গল্প। আসছে ঈদে নাটকটি সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার কথায়, ‘শেষটা তুমি’ একই সঙ্গে সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প; যার বিভিন্ন ধাপে অনেক উত্থান-পতন চোখে পড়বে। গল্প, চরিত্র, নির্মাণ সবকিছু মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
এদিকে অন্য তারকাদের তুলনায় ছোটপর্দায় নিজের উপস্থিতি কম হওয়া নিয়ে স্পর্শিয়া জানান, বাছাই করে কাজ করেন বলেই টিভি পর্দায় তাঁর উপস্থিতি কিছুটা কম। তবে আসছে ঈদে তাঁকে বেশ কিছু ভিন্নধাঁচের নাটকে দেখা যাবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স পর শ য় অভ ন ত র স পর শ য় কর ছ ন
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের বাণিজ্যযুদ্ধে বিপদে পরতে পারে বন্ধু মাস্কের টেসলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে বিপদে পড়তে পারে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ট্রাম্পের শুল্কনীতির ফলে মার্কিন রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারণ অন্যান্য দেশ মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক চাপাতে পারে।
শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে পাঠানো টেসলার এক চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বৈষম্যমুক্ত বাণিজ্যের পক্ষপাতী। তবে আশঙ্কার বিষয় যদি অন্যরা প্রতিশোধমূলক শুল্ক চাপায় তাহলে মার্কিন রপ্তানিকারকরা বৈষম্যমূলক পরিস্থিতিতে পড়বে।
মিত্র মাস্ককে ট্রাম্প সরকারি খরচ কমানোর দায়িত্ব দিয়েছেন। ১১ মার্চ ট্রাম্প হোয়াইট হাউসে টেসলার প্রচারণা করেছিলেন। চিঠিতে সেই তারিখ উল্লেখ করা হয়েছে। তবে এটি এখনো স্পষ্ট নয়, কে সেই সইহীন চিঠিটি লিখেছিলেন। অথবা মাস্ক বিষয়টি জানেন কিনা।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ৪০ শতাংশ কমেছে। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাস্ক। অনেকের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রতিষ্ঠানটির ক্ষতি করছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, গত বছর টেসলার বিক্রি কম যাওয়া ও উৎপাদন লক্ষ্য পূরণ না করার প্রেক্ষাপটে শেয়ারের দাম কমে যাওয়া বেশি উদ্বেগের।
চিঠিতে আরও বলা হয়েছে, টেসলা এর সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনছে। যাতে আরও বেশি সংখ্যক স্থানীয় পরিবেশক গাড়ি ও ব্যাটারি সরবরাহ করতে পারেন। বিদেশিদের ওপর নির্ভরতা যেন কমে যায়।
তবে এতে সতর্ক করে বলা হয়, স্থানীয়ভাবে গাড়ির সব যন্ত্রাংশ ও উপকরণ সর্বোচ্চ পর্যায়ে সংগ্রহের চেষ্টা করা হলেও সবকিছু যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে না।
মার্কিন সরকার চীনের সব পণ্যের ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক ধার্য করেছে। বেইজিংও গাড়িসহ বেশ কয়েকটি মার্কিন পণ্যে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে।
যুক্তরাষ্ট্রের পর চীন টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার। গত সপ্তাহে হোয়াইট হাউসের অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, যারা টেসলার বিরোধিতা করছে তাদেরকে 'সন্ত্রাসী' হিসেবে বিবেচনা করা হবে।
ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির প্রধান ইলন মাস্ক সরকারি প্রতিষ্ঠানগুলোর খরচ কমাতে অদক্ষ কর্মীদের সরিয়ে দেওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে টেসলার শোরুমগুলোর সামনে বিক্ষোভ হচ্ছে। তাদেরকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীরা 'একটি বিখ্যাত মার্কিন প্রতিষ্ঠানের ক্ষতি করছে'। কেউ এই বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠানে হামলা চালালে তাকে 'জাহান্নামে যেতে হবে'।
এদিকে, যুক্তরাষ্ট্র আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করায় ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাও প্রতিশোধমূলক শুল্কের হুমকি দিয়েছে।