রাজধানীর গুলশানে ‘ইউএন হাউস’ বা জাতিসংঘ ভবন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে এটির উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।

এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো.

তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কিংবদন্তি ইমরান খানকে সম্মান দেখিয়ে গুরু দন্ড আমিরের

পাকিস্তানি অলরাউন্ডার আমির জামালকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশাল জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই অলরাউন্ডার সহ বিভিন্ন সময়ে কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে মোট ৮ জন ক্রিকেটারের জরিমাণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এই আট জন ক্রিকেটারের মোট ৩০ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। তবে আমিরের জরিমানার পরিমানটা অত্যন্ত বেশি। তাকে ১৩ লাখ রুপি জরিমানা বাবদ দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই অর্থ দন্ড হচ্ছে কেবল একটা সংখ্যার জন্য। সংখ্যাটা হচ্ছে ‘৮০৪’।

আরো পড়ুন:

পাকিস্তানে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ

৭৫ শতাংশ কমানো হলো পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি

জামাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন এক সাক্ষাৎকার দেন। সেই সময় তার হ্যাটে ‘৮০৪’ লেখা ছিল। এই সংখ্যাটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কয়াদি নাম্বার বা বন্দী শনাক্তকরণ নাম্বার। এই কিংবদন্তি অলরাউন্ডার বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আটক আছেন রাজনৈতিক কারণে।

২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের সময় দলীয় হোটেলে দেরি করে পৌঁছানোর জন্য ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে আরও তিনজন খেলোয়াড়কে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় দলের সাদা বল সিরিজ চলাকালীন কারফিউ নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে চারজন ক্রিকেটার, সালমান আলী আগা, সাইম আইউব, আবদুল্লাহ শফিক এবং আব্বাস আফ্রিদিকে।

পিসিবি জানিয়েছে যে, শৃঙ্খলা সংক্রান্ত পদক্ষেপগুলো একটি অভ্যন্তরীণ বিষয়, যা খেলোয়াড়দের খ্যাতি ও মর্যাদা রক্ষার স্বার্থেই করা হয়েছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ থেকে আগেভাগে পাকিস্তান বাদ পড়ার পরই এই ব্যাপারগুলো সামনে এসেছে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও, একটি ম্যাচও জিততে পারেনি। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে পরাজিত হয়েছিল। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ