বয়স ৩০ এর ঘরে যাওয়ার আগে করেছিলেন ৪৬৩ গোল। অথচ ৩০ বছরের পর গোল করেছেন তারও বেশি! দিন কয়েক আগেই এই মাইলফক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরও অবশ্য এই পর্তুগিজ তারকা তার গোল করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
শুক্রবার (১৪ মার্চ, ২০২৫) দিবাগত রাতে সৌদি প্রো লগির ম্যাচে আল-খলুদকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে আল-নাসর। এই ম্যাচে আল নাসরের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন রোনালদো। করেছেন দলের হয়ে প্রথম গোলটি। ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ী তারকার গোল সংখ্যা এখন ৯২৮টি। ক্যারিয়ার ‘১০০০’ গোল থেকে তিনি ৭২ গোল দূরে।
ঘরের মাঠ আল আওয়াল পার্কের দর্শকরা তখনও ঠিকঠাক বসতে পারেননি ঞ্জিজেদের চেয়াড়ে। তার আগেই গোল। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেন ৪০ বছর বয়সী রোনালদো। এই মৌসুমে এটি তার ১৯তম লিগ গোল। ছয় গজ দূরে জটলাতে বল পেয়ে রোনালদো কোনো ভুল করলেন না বলটি জালে পাঠাতে।
আরো পড়ুন:
আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের আগে ব্রাজিলের দুশ্চিন্তা, নিষেধাজ্ঞা শঙ্কায় নেইমারসহ ১০ তারকা
ব্রুনোর হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ
মিনিট পাঁচেক পরে সফরকারী দল আল-খলুদের মিজিয়ান মাওলিদা গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের ২৬ মিনিটে সাদিও মেনে আল নাসরের বযবধজান দ্বিগুন করেন। রোনালদো মধ্যমাঠ থেকে সালেম আল নাজদিকে থ্রুবল দেন। এই তরুণ লেফট ব্যাক ক্রস করলে দারুণ দক্ষতায় তা জালে পাঠান সাবেল লিভারপুল তারকা মানে।
প্রথমার্ধেই আগেই ক্ল ম্বিইয়ান ফরোয়ার্ড জন ডুরান বযবধান ৩-০ করে স্বাগতিকদের জয়ের নিশ্চয়তা এনে দেন। বিরতির পরপরই স্বাগতিকরা কিছুটা স্তব্ধ হয়ে যায়। ম্যাচের ৫৬ মিনিটে আল নাসর রাইট ব্যাক নওয়াফ বোশাইল দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনে পরিণত হয় তারা। খেলা শেষ হওয়ার ১৮ মিনিট আগে আলী লাজামির আত্মঘাতী গোল কিছুটা উদ্বেগের কারণ তৈরি করেছিল আল নাসরের। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই জয়ের ফলে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। ২৫ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫১। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়েও, গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে চতুর্থ স্থানে আল কুয়াদাসিয়া। ২৫ ম্যাচ শেষে শীর্ষে অবস্থান করছে আল ইত্তিহাদ। অন্যদিকে ৫৪ পইয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হইলাল খেলেছে এক ম্যাচ কম।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল গ ল কর
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জ শহরে ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। শনিবার সকালে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ায় ড্রেন নির্মাণের জন্য গর্ত করা হলে পাশের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান জানান, ড্রেন নির্মাণের শ্রমিকরা পাঁচ ফুট মাটির নিচে খননের কাজ করছিলেন। এ সময় পাশে থাকা বাড়ির ৬ থেকে ৭ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। পাঁচ শ্রমিক নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।
সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিহত একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরেকজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।