ভিন্নমত দমনে, বিশেষ করে সরকারের বেঁধে দেওয়া পোশাকনীতি নারীরা অমান্য করছেন কি না, তা নজরদারি করতে ড্রোন ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছে ইরান।

জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তদন্তকারীরা বলেছেন, ইরানের নিরাপত্তা কর্মকর্তারা বিশেষ অ্যাপ ব্যবহার করে লোকজনকে ট্যাক্সি ও অ্যাম্বুলেন্সের মতো ব্যক্তিগত যানবাহনেও নারীরা পোশাকবিধি লঙ্ঘন করছেন কি না, সে বিষয়ে তথ্য দিতে উৎসাহিত করছেন।

জাতিসংঘের ওই প্রতিবেদনে বিশেষভাবে আরও বলা হয়, রাজধানী তেহরান ও ইরানের দক্ষিণাঞ্চলে নারীরা হিজাব পরার বাধ্যবাধকতা অনুসরণ করছেন কি না, তা নজরদারি করতে ড্রোন ও নিরাপত্তা ক্যামেরার ব্যবহার দিন দিন বাড়ছে।

নারীরা যদি আইন লঙ্ঘন করেন অথবা ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তবে তাঁদের গ্রেপ্তার, মারধর, এমনকি পুলিশি হেফাজতে ধর্ষণের শিকার হওয়ার মতো পরিণতি ভোগ করতে হয়।

একটি স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন এই তদন্ত প্রতিবেদন তৈরি করেছে।

২০২২ সালে তেহরানে নীতি পুলিশের হেফাজতে মাসা আমিনি নামের ২২ বছরের এক কুর্দি তরুণীর মৃত্যু হয়। পুলিশি হেফাজতে ‘শারীরিক নিপীড়নের’ কারণে মাসার মৃত্যু হয়েছে এবং এ জন্য দেশটির ইসলামপন্থী সরকারব্যবস্থা দায়ী—এমন ধারণার পর জাতিসংঘের একটি তদন্ত দল ইরানে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গ্রেপ্তার করার সময় ইরানের নীতি পুলিশ মাসাকে মারধর করেছিল। কিন্তু কর্তৃপক্ষ মাসার সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে, ‘হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ মাসার মৃত্যু হয়েছে।

মাসার মৃত্যুর পর ইরানজুড়ে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়ে; ওই বিক্ষোভের রেশ এখনো রয়ে গেছে। গ্রেপ্তার ও কারাবন্দী হওয়ার ঝুঁকি নিয়েই বিক্ষোভকারীরা বিক্ষোভ চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আরও পড়ুনমাসা আমিনির মৃত্যুর কারণ জানাল ইরান সরকার০৭ অক্টোবর ২০২২

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘২০২২ সালের সেপ্টেম্বরে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তারপর আড়াই বছর কেটে গেছে। কিন্তু ইরানের নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে এখনো দেশটির আইন ও আইনের বাস্তবায়নে বৈষম্যের শিকার হচ্ছেন, বিশেষ করে বাধ্যতামূলক হিজাব পরার নীতি প্রয়োগের ক্ষেত্রে।’

এ ক্ষেত্রে কর্তৃপক্ষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেসব নজরদারি যন্ত্র রয়েছে, সেগুলো ব্যবহার করে ব্যবসাপ্রতিষ্ঠানে এবং ব্যক্তিগতভাবে নারীরা হিজাব পরার বাধ্যবাধকতা অনুসরণ করছেন কি না, তার ওপর নজরদারি বাড়াচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, ‘কর্তৃপক্ষ কাজটি এমনভাবে করাচ্ছে, যেন এটা একটি নাগরিক দায়িত্ব।’

নারীদের হিজাব পরার ওপর কীভাবে নজরদারি করা হচ্ছে, তার কিছু উদাহরণ ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যেমন তেহরানের আমিরকবির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে একটি ‘ফেসিয়াল রিকগনাইজেশন সফটওয়্যার’ বসিয়েছে। ওই যন্ত্রে প্রবেশকারীদের চেহারা পরীক্ষার পাশাপাশি নারীরা হিজাব পরেছেন কি না, সেটাও দেখা হয়।

ইরানের বড় সড়কগুলোয় যে নজরদারি ক্যামেরা লাগানো আছে, নারীরা হিজাব ছাড়া রাস্তায় বের হয়েছেন কি না, সেগুলো ব্যবহার করে তা নজরদারি করা হয়।

ইরানে ‘নীতি পুলিশের’ হেফাজতে মারা যাওয়া তরুণী মাসা আমিনি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর হ জ ব পর র করছ ন ক নজরদ র তদন ত

এছাড়াও পড়ুন:

ব্রাভোকে দেখেই ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি

ভিডিওটি চেন্নাই সুপার কিংসের এক্স অ্যাকাউন্টে বেলা সাড়ে এগারোটার দিকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, নেটের ভেতর গ্লাভস পরে সম্ভবত ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তখন ডোয়াইন ব্রাভো গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন ধোনির কাছে। তাঁকে দেখে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি চেন্নাইয়ের নেতৃত্বে ফেরা ধোনি।

আরও পড়ুনপিএসএলে কি আজ অভিষেক হবে রিশাদের১ ঘণ্টা আগে

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের কনুইয়ের হাড়ে চিড় ধরায় আইপিএল থেকে তিনি ছিটকে গেছেন। অধিনায়ক হিসেবে তাই ধোনিকে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। তাঁর অধিনায়কত্বেই আজ রাতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের আগে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুশীলনে ব্রাভোর সঙ্গে দেখা হয় ধোনির।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারকে দেখেই নেটের ভেতর থেকে ধোনি বলেন, ‘বিশ্বাসঘাতক এখানে এসেছে।’ ব্রাভোও হাঁটতে হাঁটতে ধোনির কাছে এগিয়ে যাওয়ার পথে হাসতে হাসতে উত্তর দেন, ‘জীবন খুবই অন্যায্য।’ নেটের পাশে দাঁড়ানো চেন্নাই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এ সময় তাঁকে দেখে বুকে জড়িয়ে নেন এবং বলেন, ‘হেই ডিজে।’ ব্রাভো এরপর ধোনির সঙ্গে নেটের বাইরে থেকেই হাত মেলান এবং তাঁর সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন।

আরও পড়ুনআইপিএলে চার–ছক্কায় হাজারি কোহলি২ ঘণ্টা আগে

চেন্নাইয়ে দুই মেয়াদে ধোনির সতীর্থ ছিলেন ব্রাভো। ২০১১ থেকে ২০১৫ ও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। ২০২৩ ও ২০২৪ সালে চেন্নাইয়ে বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। এবার আইপিএল শুরুর আগে কলকাতার মেন্টরের দায়িত্ব নেন স্বীকৃত টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ এ উইকেটশিকারি (৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট)। অর্থাৎ আজকের ম্যাচে সাবেক সতীর্থ ও বন্ধুরও মুখোমুখি হতে হবে ধোনিকে।
৪১ বছর বয়সী ব্রাভোর সঙ্গে ধোনির বন্ধুত্ব এখনো অটুট। কিন্তু চেন্নাই ছেড়ে কলকাতার কোচিং প্যানেলে যুক্ত হওয়ায় ধোনি সম্ভবত ব্রাভোকে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি।

ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২২ সালে আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাভো। কলকাতার মেন্টর গৌতম গম্ভীর ভারত জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিতে তাঁর জায়গা নিয়েছেন ব্রাভো।

৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯–এ থাকা চেন্নাই নিজেদের সর্বশেষ চার ম্যাচেই হেরেছে। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার বিপক্ষে তাই একটু চাপেই থাকবেন ধোনি। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কলকাতা।

সম্পর্কিত নিবন্ধ

  • হুমকি না থাকলেও বর্ষবরণে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
  • চাকরি ছেড়ে আখের ব্যবসায় প্রকৌশলী সাহাবুদ্দিন
  • সাহিত্যে রন্ধনশিল্পের প্রভাব
  • নাফিজ সরাফতসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সমর্থকদের গালিগালাজের জেরে বাড়ি ছাড়ছে ফোডেনের পরিবার
  • স্নাতক ও ডিগ্রির শিক্ষার্থীরা পাবেন উপবৃত্তি, মিলবে ১০,০০০
  • পয়লা বৈশাখে থাকছে র‌্যাবের বিশেষ নিরাপত্তা 
  • নববর্ষ উদযাপনে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, থাকবে মোবাইল কোর্ট
  • ব্রাভোকে দেখেই ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি