চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. ইয়াস শরীফ খান (১৬) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৫২ জনের নাম উল্লেখ করে নতুন একটি মামলা করা হয়েছে। মামলায় আরো ২০০-৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঘটনার ৮ মাস পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেছেন আহত শিক্ষার্থী ইয়াসের বাবা ব্যবসায়ী মো.

এজাজ খান। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ইয়াস শরীফ খানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেছেন আহত শিক্ষার্থীর বাবা। হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এ মামলায় আসামির তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এম এ লতিফ, যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

পুলিশ এ ব্যাপারে পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।

ঢাকা/রেজাউল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল

গাজাজুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করার প্রায় এক মাস পর ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ তথ্য জানিয়েছে।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ৪৮ ঘন্টার মধ্যে হামাস ‘সম্ভবত’ প্রস্তাবে সাড়া দেবে।

যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী মিশরীয় কর্মকর্তারা সপ্তাহান্তে কায়রোতে গ্রুপের প্রতিনিধি দলের কাছে এই প্রস্তাবটি পৌঁছে দেন।

সোমবার রাতে হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে, ইসরায়েল এক হাজার ২৩১ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ২৫১ জনকে ইসরায়েল থেকে অপহরণ করে। এদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় বন্দি। ১৯ জানুয়ারি শুরু হওয়া পূর্ববর্তী যুদ্ধবিরতির ফলে প্রায় এক হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। তবে দুই মাস পর সেই যুদ্ধবিরতি ভেঙে যায়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ