বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশু‌কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম নুর ইসলাম (৪০)। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার দায়েরের পর থেকেই পলাতক আছেন তিনি।

গত বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে শুক্রবার (১৪ মার্চ) রাতে দুই শিশুকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করে। নুরু ইসলাম একই ইউনিয়নের বাসিন্দা ও পেশায় কৃষিশ্রমিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। সে সময় খাবারের লোভ দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন নুর ইসলাম। পরদিন দুই শিশুর একজনের জ্বর ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি বুঝতে পারে।

আরো পড়ুন:

ধর্ষণচেষ্টার অভিযোগ: চলন্ত অটোরিকশা থেকে কিশোরীর লাফ

চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ব‌লেন, ‘‘দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরকে আসামি করে মামলা হয়েছে। শিশু দুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।’’

দুই শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.

আব্দুল ওয়াদুদ ব‌লেন, ‘‘তা‌দের শারীরিক অবস্থা এখন ভালো। একজনের ব্লি‌ডিং হ‌চ্ছি‌ল, সে‌টি বন্ধ হ‌য়ে‌ছে। আরেকজনের জ্বর ছি‌ল, সে‌টিও নেই। তা‌দের চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

ঢাকা/এনাম/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জয়া আহসান আমাদের প্রত্যাশা পূরণ করেছেন: আশফাক নিপুণ

জয়া আহসান আওয়াজ ছাড়া খুব নীরবে নিজের কাজটি করে যাচ্ছেন। দুই বাংলার কাজই সমানতালে করছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ‘জিম্মি’ ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ‘মহানগর’খ্যাত পরিচালক আশফাক নিপুণ। প্রথমবার এই নির্মাতার নির্দেশনায় অভিনয় করলেন জয়া।

আশফান নিপুণের ওয়েব সিরিজে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে জয়া আহসান বলেন, “নতুন কোনো কাজ করার আগে তিনটি বিষ খেয়াল করি। এগুলো হলো— গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’ সিরিজে সবকটি মনমতো পেয়েছি।”

জয়া আহসানের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা ব্যাখ্যা করে আশফাক নিপুণ বলেন, “জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।”

আরো পড়ুন:

বেনারসিতে নজরকাড়া জয়া

জয়ার ‘বাগান বিলাস’

সরকারি নিম্নপদস্থ এক কর্মচারী। গত এক দশকে তার কপালে প্রমোশন জোটেনি। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। তবু তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকার বাক্স পান ওই নারী। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এই চরিত্রে অভিনয় করেছেন জয়া।

এ ছাড়াও ওয়েব সিরিজে আর কে কে অভিনয় করেছেন তা জানাননি আশফাক নিপুণ। আগামী ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়েছি: ইরফান
  • জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়েছি: ইরফান সাজ্জাদ
  • ‘পুষ্পা কিংবা কবির সিং নয়, এটা জংলি’
  • সীমান্তের গ্রামটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া প্রথম দুজন ফারহানা ও তামান্না
  • হামজা বরণে প্রস্তুত বাফুফে, থাকছে বিশেষ নিরাপত্তা
  • অটোরিকশায় কিশোরীর মুখ চেপে ধরে ২ যুবক, লাফ দিয়ে সড়কে পড়ে রক্ষা
  • শীতলক্ষ্যায় চার বন্ধু গোসলে নেমে একজনের মৃত্যু, আরেকজন নিখোঁজ
  • বগুড়ার রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় একজন নিহত
  • জয়া আহসান আমাদের প্রত্যাশা পূরণ করেছেন: আশফাক নিপুণ