পাকিস্তানে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ
Published: 15th, March 2025 GMT
পাকিস্তানে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) দেশটির অভ্যন্তরীণ বাজারে প্রতি তোলা বিক্রি হয়েছে ৩ লাখ ১৪ হাজার রুপিতে। স্থানীয় ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে প্রতি তোলা ২৪ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৭০০ রুপি বেড়েছে। দেশটির ইতিহাসে যা সর্বোচ্চ।
পাকিস্তানে প্রতি ১০ গ্রাম সোনার দামও সর্বকালের সর্বোচ্চ স্তরে গিয়ে ঠেকেছে। শুক্রবার ৪ হাজার ৩০ রুপি বেড়ে প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৬৯ হাজার ২০৪ রুপিতে।
আরো পড়ুন:
৭৫ শতাংশ কমানো হলো পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি
পাকিস্তানে সেই ট্রেন থেকে ১০৪ জিম্মি উদ্ধার, নিহত ১৬
বিশ্বব্যাপী চাহিদার ক্রমবর্ধমান পরিমাণ স্থানীয় বাজারে সোনার দামকে নতুন রেকর্ডে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে টানা ১৮ দিন সোনার দাম স্থিতিশীল থাকার পর, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রতি আউন্স সোনার দাম ৪৬ ডলার বেড়ে ২ হাজার ৯৮৮ ডলারে পৌঁছেছে। যার প্রভাব পড়েছে পাকিস্তানের বাজারে।
পাকিস্তানের ব্যবসায়ীরা বলছেন, দেশটির মার্কেটে রুপার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি তোলা রুপার দাম ৯০ রুপি বেড়ে বিক্রি হয়েছে ৩ হাজার ৫৩০ রুপিতে। আর ১০ গ্রাম রুপা ৭৭ রুপি বেড়ে ৩ হাজার ২৬ রুপিতে বিকিয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেবে জাতিসংঘ: গুতেরেস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এই আশ্বাস দেন।
জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন।
গুতেরেস জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি ভবন পরিদর্শন করেন।
গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।