থিবো কোর্তায়া বেলজিয়াম দলে ফিরলেন ঠিকই, কিন্তু বিতর্ক কি পিছু ছাড়ল? উত্তর, ‘না’।

বেলজিয়াম দলের পোস্টের নিচে থিবো কোর্তায়া সর্বশেষ দাঁড়িয়েছিলেন ২০২৩ সালের জুনে ইউরো বাছাইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। দমেনিকো তেদেসকো তখন বেলজিয়ামের কোচ। কয়েক মাস পর ডিসেম্বরে জানা গেল, ইতালিয়ান বংশোদ্ভূত এই জার্মান কোচের সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না কোর্তোয়ার। পরের বছর ইউরোয় খেলবেন না, সে কথা কোর্তায়া তখন নিজেই জানান।

গত বছর ইউরো শুরুর আগে এপ্রিলে তেদেসকোও জানান, ইউরোয় নেই কোর্তোয়া এবং বিশ্বের অন্যতম সেরা এ গোলকিপারের সেই মহাদেশীয় আসরে খেলাও হয়নি। জুন–জুলাইয়ে ইউরো শেষে কোর্তোয়া বলে দেন তেদেসকোর অধীন তিনি বেলজিয়াম দলে খেলবেন না। বনিবনা না হওয়ার এ গল্পটা এখানে ফুরিয়ে গেলে সবচেয়ে বেশি খুশি হতেন কোয়েন কাস্তেলস।

আরও পড়ুনমেসি বাংলাদেশে কখনো গোল করেননি ৪৫ মিনিট আগে

কোর্তোয়ার গল্পে কাস্তেলসের অনুপ্রবেশ ঠিক ইচ্ছাকৃতও নয়। রিয়াল মাদ্রিদ গোলকিপারের জায়গায় গত ইউরোয় বেলজিয়ামের পোস্ট সামলান ৯ মৌসুম ভলফসবুর্গে কাটিয়ে গত বছর সৌদি প্রো লিগের দল আল কাদিশে নাম লেখানো কাস্তেলস। শুধু ইউরো নয়, কোর্তোয়ার অনুপস্থিতিতে ১৮ মাস ধরেই বেলজিয়ামের পোস্ট সামলেছেন কাস্তেলস। স্বাভাবিকভাবেই, জায়গাটিকে নিজের ভেবে নেওয়াটা অন্তত বাড়াবাড়ি নয়।

কিন্তু বাতাস তাঁর পক্ষে থাকেনি। বেলজিয়ামকে ইউরোর কোয়ার্টার ফাইনালে না তুলতে পারা তেদেসকোকে বাজে পারফরম্যান্সের জন্য গত ১৮ জানুয়ারি ছাঁটাই করা হয়। এর ছয় দিন পর তাঁর স্থলাভিষিক্ত হন ফরাসি কোচ রুডি গার্সিয়া। এরপর গত মাসে কোর্তোয়া জানান, তিনি বেলজিয়াম দলে ফিরতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক স ত লস

এছাড়াও পড়ুন:

পাঁচ দিনের মাথায় জ্যোতিদের নতুন রেকর্ড

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পাঁচদিনও পূর্ণ হয়নি। এরমধ্যেই নিজদের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে এবার ৬ উইকেটে ২৭৬ রান করেছে বাঘিনীরা। ১০ এপ্রিল থাইল্যাণ্ডের বিপক্ষে ২৭১ ছিল জ্যোতিদের সর্বোচ্চ রানের ইনিংস।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরে টস জিতে ব্যাটিং করতে নেমে এই রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত ছিলেন অধিনাটক জ্যোতি। ৫৯ বলে ১১টি চারের মারে এই রান করেন তিনি।

আরো পড়ুন:

র‍্যাংকিংয়ে বড় লাফ জ্যোতি-শারমিনের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান

হাফ সেঞ্চুরি করেন ফারজানা হক ও শারমিন আক্তার। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫৭ রান করে। ২৬ রান করেন ফাহিমা খাতুন। এ ছাড়া ওপেনার ইশমা তানজীম ১৪ ও আগের ম্যাচের জয়ের নায়ক রিতু মণির ব্যাট থেকে আসে ১২ রান।

স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্যাথরিন ব্রিস।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ