মাগুরার মহম্মদপুর উপজেলায় নির্মীয়মান সড়কের রোলারের নিচে চাপা পড়ে তাসরিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) উপজেলায় রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রোলারের নিচে চাপা পড়ার পর মাগুরা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে তার মৃত্যু হয়। 

নিহত তাসরিম নিত্যানন্দপুর গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে। 

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ সরদারের বাড়ির সাথেই রাস্তার নির্মাণ কাজ চলছিল। শিশুটি রাস্তায় এসে চলন্ত রোলারের নিচে পড়ে কোমর পর্যন্ত থেঁতলে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আব্দুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/শাহীন/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত 
জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

সম্পর্কিত নিবন্ধ