কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি। নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের লোকজন এই হামলা চালিয়েছে।

নিহতের ছেলে আবিদুল হুদা বলেন, ‘‘ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল দুপুরে কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল বাড়িতে হামলা চালায়। এ সময় বাবাকে গুলি করা হয়। দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের লোকজনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/তারেকুর/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত 
জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

সম্পর্কিত নিবন্ধ