গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর। একটা কুলাঙ্গার পার্টি। এই পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমি রংপুরবাসীকে বলব, জাতীয় পার্টিকে বর্জন করুন। জাতীয় পার্টি বাংলাদেশকে কলুষিত করেছে। 

গণঅধিকার পরিষদের রংপুর জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিলে রংপুরে গিয়ে তিনি এ কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, জাতি একটি সংকটময় মুহূর্ত পার করছে। আগামীতে কবে ইলেকশন হবে এ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। গণহত্যার বিচারের আমরা যে ধরনের পদক্ষেপ প্রত্যাশা করেছিলাম, গত সাত মাসেও সে ধরনের পদক্ষেপ লক্ষ্য করছি না। 

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম উপাদান হলো নির্বাচন। আমরা মনে করি, এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। তার আগে প্রয়োজনীয় সংস্কার সরকারকে করতে হবে। একই সঙ্গে গণহত্যার বিচার হতে হবে, সেটা নিয়ে তালবাহানা চলবে না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, এটি আমাদের স্পষ্ট ভাষা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এম,এ,হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন পরিচালিত দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরা ।

রবিবার (১৩ এপ্রিল) সাকালে স্কুল প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়ামাটি এলাকাহয়ে পূনরায় স্কুল প্রঙ্গনে গিয়ে শেষ হয়।  

এসময় দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুল ইসলাম মুকুল বলেন, ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাড়ানো আমাদের ইমানি দায়ীত্ব। 

ইহুদি রাষ্ট্র  ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুল ইসলাম মুকুলসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফেনীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল
  • জুলাই আন্দোলনে গুলির নির্দেশ: সহকারী কমিশনার ও অতিরিক্ত এসপি গ্রেপ্তার
  • ট্রাইব্যুনালের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গ্রেপ্তার
  • ‘মার্চ ফর গাজা’ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঐক্য: সারজিস
  • দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
  • গণহত্যার প্রতিবাদ জানাতে রাজধানীতে জনতার ঢল
  • গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ
  • গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন দাবি
  • মোনাজাতের মাধ্যমে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি
  • ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ