নারী নিপীড়নবিরোধী মিছিল থেকে ভেসে আসে, ‘চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায়/আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়’। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে স্লোগানটি শোনা যায়। চলমান নিপীড়ন ও ধর্ষণবিরোধী বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেও স্লোগানটি মানুষের মুখে মুখে ফিরছে।

গত কয়েক বছরে নিপীড়নের প্রতিবাদে বেশ কয়েকটি মিছিলে ছিলেন তরুণ সংগীতশিল্পী ইলা লালালালা। স্লোগানটি নিয়ে গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘অনেক তরুণ মিছিলে আসেন, তাঁরা স্লোগানটির সঙ্গে সহজেই রিলেট (সম্পৃক্ত) করতে পারেন। স্লোগানটি প্ল্যাকার্ডেও আমরা লিখি।’

দেবাশিস চক্রবর্তীর আঁকা পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

রোববার রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

এদিন সকালে র‍্যাব প্রধান রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, সারা দেশে বাংলা নববর্ষের অনুষ্ঠান করে মানুষ। সব জায়গায় র‍্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে। 

এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, চারুকলায় আগুন দেওয়ার ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনও গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ