Risingbd:
2025-03-15@05:14:08 GMT

টিভিতে আজকের খেলা

Published: 15th, March 2025 GMT

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
নিউ জিল্যান্ড-পাকিস্তান
প্রথম টি-টোয়েন্টি
সরাসরি, আগামীকাল (রোববার) সকাল ৭টা ১৫ মিনিট;
টেন স্পোর্টস ফাইভ।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)
মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস।

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার সিটি-ব্রাইটন
সরাসরি, রাত ৯টা;
সিলেক্ট ১।

এভারটন-ওয়েস্টহ্যাম
সরাসরি, রাত ৯টা;
সিলেক্ট ২।

স্প্যানিশ লা লিগা
ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট;
জিও সিনেমা।

জার্মান বুন্দেসলিগা
ইউনিয়ন বার্লিন-বায়ার্ন মিউনিখ
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টেন ২।

লিপজিগ-বরুশিয়া ডর্টমুন্ড
সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট;
টেন ২।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটায় উপজেলার নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজন হলেন অটোরিকশার চালক মো. ওবায়দুল (৩০)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে এক নারীর বয়স আনুমানিক ৫০ এবং পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর।

এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর এলাকা থেকে ইটভর্তি একটি ট্রাক ফুলবাড়িয়া এলাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ওবায়দুল, এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নামাশুলাই এলাকার বাসিন্দা মো. রহমত আলী বলেন, কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সড়কটিতে অসংখ্য বাঁক রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ছোট–বড় দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন।

সম্পর্কিত নিবন্ধ