ইতিহাসের প্রথম টেস্টেই খেলেছিলেন ঢাকার যে ক্রিকেটার
Published: 15th, March 2025 GMT
আজ থেকে ১৪৮ বছর আগে এই দিনে শুরু হয়েছিল ইতিহাসের প্রথম টেস্টটা। যে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ব্রান্সবি কুপার। অনেকেই হয়তো জানেন না, বিবি কুপার নামে পরিচিত সেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের জন্ম বাংলাদেশের ঢাকায়। চলুন তাঁর গল্পটা পড়া যাক।
আঠারো শতকে ব্রিটেনের বিখ্যাত শল্যচিকিৎসক অ্যাস্টলে কুপার। ব্রানসবি ব্লেক কুপার ছিলেন তাঁর ভাতিজা। খুব অল্প বয়সে ব্রিটেনের নৌবাহিনীতে যোগ দিলেও সমুদ্রে অসুস্থতার (সি–সিকনেস) জন্য নৌবাহিনীর চাকরি ছেড়ে চাচার মন্ত্রণায় নেমে পড়েন চিকিৎসাবিদ্যায়। চাচার মতোই হয়ে ওঠেন শল্যচিকিৎসক এবং ব্রিটেনে রয়্যাল সোসাইটির ফেলোও হন। ব্লেক কুপারের ছেলে ব্রান্সবি হেনরি কুপার আর চিকিৎসাবিদ্যায় নিজেকে জড়াননি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা হিসেবে চাকরি করতে এসেছিলেন ঢাকায়। ১৮৪৪ সালে তাঁর দ্বিতীয় সন্তান ও প্রথম ছেলে ব্রান্সবি বিউচ্যাম্প কুপারের জন্মও এই ঢাকাতেই।
আরও পড়ুনকোহলির চুলে নতুন ছাঁট, ভক্তরা বলছেন ‘বলিউড, হলিউড, কোহলিউড’৯ ঘণ্টা আগেকুপার পরিবারের এই সন্তান বাপ–চাচার পেশায় নিজেকে জড়াননি। তিনি হয়ে উঠেছিলেন ক্রিকেটার। বিবি কুপার নামে পরিচিত এই উইকেটকিপার-ব্যাটসম্যান ইতিহাসের প্রথম টেস্টে খেলেছিলেন অস্ট্রেলিয়া দলের হয়ে। অর্থাৎ, ইতিহাসের প্রথম টেস্টের সঙ্গে ঢাকার সংযোগটা এই কুপারের কারণেই। আমরাও বলতে পারি, ১৪৮ বছর আগে ইতিহাসের প্রথম সেই টেস্টে খেলেছিলেন আমাদেরই দেশের আলো–বাতাসে বেড়ে ওঠা এক ছেলে।
সেই ছেলে বাঙালি না হতে পারেন, কিন্তু ১৮৪৪ সালের ১৬ জুলাই ঢাকারই এক চার্চে তাঁকে ব্যাপ্টাইজড করা হয়েছিল। এই দেশের মাটিতেই তাঁর হামাগুড়ি থেকে হাঁটতে শেখা। সঠিক ইতিহাস না থাকলেও কল্পনা করে নেওয়াই যায়, ঢাকারই কোনো এক বাড়িতেই হয়তো কুপারের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল হয়তো বাবার কাছে। তারপরের গল্পটা বিচিত্র এবং ঐতিহাসিকও।
অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্টই খেলেছেন ব্রান্সবি কুপার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র ন সব
এছাড়াও পড়ুন:
ইতিহাসের প্রথম টেস্টেই খেলেছিলেন ঢাকার যে ক্রিকেটার
আজ থেকে ১৪৮ বছর আগে এই দিনে শুরু হয়েছিল ইতিহাসের প্রথম টেস্টটা। যে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ব্রান্সবি কুপার। অনেকেই হয়তো জানেন না, বিবি কুপার নামে পরিচিত সেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের জন্ম বাংলাদেশের ঢাকায়। চলুন তাঁর গল্পটা পড়া যাক।
আঠারো শতকে ব্রিটেনের বিখ্যাত শল্যচিকিৎসক অ্যাস্টলে কুপার। ব্রানসবি ব্লেক কুপার ছিলেন তাঁর ভাতিজা। খুব অল্প বয়সে ব্রিটেনের নৌবাহিনীতে যোগ দিলেও সমুদ্রে অসুস্থতার (সি–সিকনেস) জন্য নৌবাহিনীর চাকরি ছেড়ে চাচার মন্ত্রণায় নেমে পড়েন চিকিৎসাবিদ্যায়। চাচার মতোই হয়ে ওঠেন শল্যচিকিৎসক এবং ব্রিটেনে রয়্যাল সোসাইটির ফেলোও হন। ব্লেক কুপারের ছেলে ব্রান্সবি হেনরি কুপার আর চিকিৎসাবিদ্যায় নিজেকে জড়াননি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা হিসেবে চাকরি করতে এসেছিলেন ঢাকায়। ১৮৪৪ সালে তাঁর দ্বিতীয় সন্তান ও প্রথম ছেলে ব্রান্সবি বিউচ্যাম্প কুপারের জন্মও এই ঢাকাতেই।
আরও পড়ুনকোহলির চুলে নতুন ছাঁট, ভক্তরা বলছেন ‘বলিউড, হলিউড, কোহলিউড’৯ ঘণ্টা আগেকুপার পরিবারের এই সন্তান বাপ–চাচার পেশায় নিজেকে জড়াননি। তিনি হয়ে উঠেছিলেন ক্রিকেটার। বিবি কুপার নামে পরিচিত এই উইকেটকিপার-ব্যাটসম্যান ইতিহাসের প্রথম টেস্টে খেলেছিলেন অস্ট্রেলিয়া দলের হয়ে। অর্থাৎ, ইতিহাসের প্রথম টেস্টের সঙ্গে ঢাকার সংযোগটা এই কুপারের কারণেই। আমরাও বলতে পারি, ১৪৮ বছর আগে ইতিহাসের প্রথম সেই টেস্টে খেলেছিলেন আমাদেরই দেশের আলো–বাতাসে বেড়ে ওঠা এক ছেলে।
সেই ছেলে বাঙালি না হতে পারেন, কিন্তু ১৮৪৪ সালের ১৬ জুলাই ঢাকারই এক চার্চে তাঁকে ব্যাপ্টাইজড করা হয়েছিল। এই দেশের মাটিতেই তাঁর হামাগুড়ি থেকে হাঁটতে শেখা। সঠিক ইতিহাস না থাকলেও কল্পনা করে নেওয়াই যায়, ঢাকারই কোনো এক বাড়িতেই হয়তো কুপারের ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল হয়তো বাবার কাছে। তারপরের গল্পটা বিচিত্র এবং ঐতিহাসিকও।
অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্টই খেলেছেন ব্রান্সবি কুপার