ভয়ানকভাবে প্লাস্টিক–দূষণের মুখে পড়ছে পৃথিবী। প্রাণ ও পরিবেশ কেউই যেন রেহাই পাচ্ছে না প্লাস্টিকের ভয়ংকর থাবা থেকে। মানুষের রক্ত ও বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ মিলেছে বেশ আগেই। এবার মাইক্রোপ্লাস্টিকের কারণে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি আরও বেশি প্রতিরোধী হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, মাইক্রোপ্লাস্টিক ব্যাকটেরিয়ার বিপক্ষে ওষুধের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। এর ফলে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে থাকা ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক–প্রতিরোধী হয়ে উঠতে পারে।

পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের টুকরা এখন পরিবেশ থেকে শুরু করে মানবদেহে দেখা যাচ্ছে। আর তাই মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসার সময় ই কোলি ব্যাকটেরিয়া কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তা নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। সেই গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের পৃষ্ঠে ব্যাকটেরিয়া বিকশিত হয়ে বায়োফিল্ম নামের একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করতে পারে।

অ্যাপ্লায়েড অ্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, বায়োফিল্মের কারণে মাইক্রোপ্লাস্টিকে থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোনো ওষুধই কাজ করেনি। বিজ্ঞানীদের তথ্যমতে, মাইক্রোপ্লাস্টিকের বায়োফিল্ম কাচের মতো অন্যান্য পৃষ্ঠের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই স্তর বেশ ঘন। পলিস্টাইরিন প্রতিরোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এটিকে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি বলা হচ্ছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী মুহাম্মদ জামান বলেন, আমাদের চারপাশে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। ব্যাকটেরিয়ার এমন আচরণ উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে। আর তাই অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সুপারবাগের কারণে ২০৫০ সালের মধ্যে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

সূত্র: ইউরোনিউজ

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সংবাদ প্রকাশের জেরে তাণ্ডব থেকে বাদ, নায়িকা বললেন অপেশাদার আচরণ

সম্প্রতি অপেশাদার আচরণের মুখে পড়েছেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি। যে স্ট্যাটাসে অভিনেত্রী অভিনয় ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন। সে ইঙ্গিতের সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগ করলে নেহা জানান, অভিনয় ছাড়ার ঘোষণা নয়। পুরোপুরি পেশাদার না হলে তাদের সঙ্গে কাজ না করার ইঙ্গিতই দিয়েছেন তিনি। কাউকে বিষয়টি ভুল ব্যাখ্যা না করতেও অনুরোধ জানিয়েছেন। 

কিছুদিন আগে  তান্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে  কাজ করার খবর আসে তার। সে খবরটি প্রকাশের পরই সিনেমায় থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। সিনেমাটিতে একদিনের শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। এভাবে বাদ দেওয়াটাকে অপেশাদার আচরণ বলেই মন্তব্য অভিনেত্রীর।

নেহা বললেন, ছবিটির নাম আমি আর বলতে চাইছি না।  একদিন শুটিংও করেছি। আমার বাবা ক্যানসারের রোগী। চিকিৎসার জন্য তাকে মুম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাজটির জন্য আমি সব বাদ দিই। ফ্লাইটের টিকিট বাতিল করে তাদের মে পর্যন্ত টানা দুই মাসের ডেট দিই। ঈদের আগে একদিন শুটিংও করি। এরমধ্যে এক পত্রিকার রিপোর্টার আমার কাছে নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে ছবিটির কথা বলি।  এরপর নিউজ হলো। আমাকে নায়িকা বানিয়ে দেওয়া হলো। আমি তখনও নিউজটি দেখিনি। কিন্তু ছবি সংশ্লিষ্টরা মনে করলেন আমি নিউজ করিয়েছি।  আমার সঙ্গে চেচামেচি করলেন। আমি বললাম, করাইনি। এরপর যা ঘটার ঘটল।

নেহা বলেন,  আমার কাজের সংখ্যা কম কিন্তু যেকটা করেছি সবগুলো গুণগত মানসম্পন্ন। একজন অভিনয়শিল্পী কেমন অভিনয় করে তার কাজই বলে দেয়। উদাহরণস্বরুপ ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর ‘হাসের সালুন’-র কথা বলি। সেখানে আমার চরিত্রের দৈর্ঘ্য কম। কিন্তু ১০ মিনিটের ওই কাজের জন্য বিদেশি গণমাধ্যমে পর্যন্ত আমাকে নিয়ে লেখালেখি হয়েছে।কোয়ালিটি না থাকলে তো তারা ডাকতেন না। 

নেহার মত সিনেমার খবরটি জানালেও তাকে বাদ দেওয়ার মত কাজ তারা করতে পারেন না। এটা পুরোপুরি অপেশাদারিত্ব। কারণ তারা অফিসিয়ালি কখনও বলেনি বিষয়টি গোপন রাখতে। অভিনেত্রীর ভাষ্য,  যদি আমি নিউজ করিও তবুও তো তারা আমার সঙ্গে এরকম করতে পারেন না। কেননা আমাকে তো বলা হয়নি যে নিউজ করা যাবে না। সাধারণত কাজের ক্ষেত্রে টিম যদি কোনোকিছু গোপন রাখার প্রয়োজন বোধ করে তবে আর্টিস্টের সঙ্গে বসে আলোচনা করে। কিন্তু আমাকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। চুক্তিপত্রে সাইন করার কথা ছিল। হয়তো সেখানে লেখা থাকত। কিন্তু তাড়াহুড়া করে কাজটি শুরু করা হয়। সাইন করার সময়টা-ই ছিল না। ঈদের পর চুক্তিপত্রে স্বাক্ষরের কথা ছিল। এছাড়া তাদের পক্ষ থেকে কেউ আমাকে কাজটির কথা গোপন রাখতে বলেওনি।’ 

সম্পর্কিত নিবন্ধ

  • শাস্তি ও জরিমানা বাড়ল তাওহীদের, মোহামেডানের নিষেধাজ্ঞা তুলে নিতে আপিল
  • প্রকৃতির আছে নিজস্ব ইন্টারনেট
  • সংবাদ প্রকাশের জেরে তাণ্ডব থেকে বাদ, নায়িকা বললেন অপেশাদার আচরণ
  • আম্পায়ারের প্রতি ‘আগ্রাসী’ আচরণে নিষিদ্ধ হৃদয়
  • অশোভন আচরণে এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ, ক্ষোভ প্রকাশ
  • কুড়িগ্রামে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিটের অভিযোগ
  • সৎসঙ্গ কেন গ্রহণ করবেন
  • সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ছবি-ভিডিও ডিলিটের অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে
  • সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিটের অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে
  • সেই ‘ক্রিম আপা’ কারাগারে