Prothomalo:
2025-03-15@02:55:06 GMT

এই আলিয়াকে কে চিনত

Published: 15th, March 2025 GMT

এক যুগ আগে আলিয়া ভাটের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ যখন মুক্তি পায়, তখন বিস্তর সমালোচনা হয়। তবে গত ১৩ বছরে নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছেন। আজ অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে এএফপি ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘অচেনা’ আলিয়ার বিস্তারিত।

চিত্রনাট্য, অভিনয় ও পরিচালনা—‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর প্রতিটি দিক নিয়েই প্রশ্ন তুলেছিলেন সমালোচকেরা। প্রশ্ন তুলেছিলেন আলিয়া ভাটকে নিয়েও। একে তো তিনি তারকা পরিবারের সন্তান, সঙ্গে অভিষেক হয়েছে করণ জোহরের সিনেমা দিয়ে; তাঁকে নিয়ে বিতর্ক না হয়ে পারে! তবে ওই সিনেমায় আলিয়ার অভিনয়ের দক্ষতা প্রশ্ন তোলার মতোই ছিল।

আলিয়া ভাট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এবারের আইপিএলে কোন দলে কে অধিনায়ক

কারও অধিনায়ক হওয়া অনুমিত ছিল। আবার কেউ দিয়েছেন চমক। সর্বশেষ দল হিসেবে কাল দিল্লি ক্যাপিটালস অধিনায়কের নাম ঘোষণা করেছে। দিল্লিকে এবার নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। এটা চমকই বটে। কারণ, একই দলে লোকেশ রাহুলের মতো ক্রিকেটার ছিলেন। শোনা গেছে, রাহুল নাকি নেতৃত্ব নিতে চাননি। কারণটা যা–ই হোক, এমন চমক আছে আরও। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছেন কারা—রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

সম্পর্কিত নিবন্ধ