এক দেশে ছিলো ৩ বোন। তারা মা-বাবার সঙ্গেই থাকতো। একদিন ৩ বোন মা-বাবার সঙ্গে এক জায়গায় ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের খুব বাঁশি বাজাতে ইচ্ছে করলো। তারা মা-বাবাকে বললো, আমাদের খুব বাঁশি বাজাতে ইচ্ছে করছে। তারপর মা-বাবা বলেন, বাঁশি তো একটা এনেছি। ৩ বোন শুনে খুব কান্নাকাটি করছিলো। তারপর ওদের মা-বাবা বাঁশি হয়ে গেলো। তারপর ৩ বোন মজা কের গান-বাজনা করলো। আর অনেক খুশি হলো।
বয়স : ৩+৩+১ বছর; প্রথম শ্রেণি, পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২৩ কোটি রুপির চাপ টের পাচ্ছেন কলকাতা অলরাউন্ডার
ভেঙ্কটেশ আইয়ার কি দামের চাপ অনুভব করছেন? হ্যাঁ, বাঁহাতি এই অলরাউন্ডার নিজেই চাপে থাকার কথা স্বীকার করছেন। ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচে এবার তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই অলরাউন্ডারকে নিলামের জন্য না ছেড়ে ধরে রাখলেও এত টাকা খরচ করতে হতো না কলকাতার। স্বাভাবিকভাবেই পারফর্ম করার চাপ একটু বেশিই থাকবে আইয়ারের ওপর।
আইপিএল নিলামে দামি ক্রিকেটারদের নিয়ে আলোচনাটা একটু বেশিই হয়। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা মিচেল স্টার্কের (২৪.৭৫ কোটি) প্রতিটি ডেলিভারি পিছু খরচ ছিল ৯.৬৮ লাখ টাকার বেশি। প্রতিটি উইকেট পিছু খরচ ১.৪৫ কোটি টাকা। এটাকে চাপ বলুন বা আশীর্বাদ, মোটা দামের খেলোয়াড়দের জন্য প্রত্যাশার চাপ থাকেই। আইয়ারও এর ব্যতিক্রম নন।
টানা ১৩ মৌসুম পর ২০২৪ সালে কলকাতা তৃতীয় শিরোপা জেতে। যেখানে আইয়ারের বড় ভূমিকা ছিল। ব্যাট হাতে ১৫৮.৭৯ স্ট্রাইক রেটে ৩৭০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে মেগা নিলামে কৌশলের কারণে কলকাতা তাঁকে ছেড়ে দিয়ে পরিণামে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে!
দুই দিন আগে দলে যোগ দিয়েছেন আইয়ার