পৃথিবী থেকে অনেক অনেক দূরের এক গ্রহ। সেখানে এলিয়েনের বসবাস। সেখানকার তিন প্রিয় বন্ধু– চিলি, মিলি ও লিলি। তারা একদিন ঘুরতে পৃথিবীতে এলো। তাদের দেখে সবাই ভয়ে পালালো। শুধু একটি ছোট্ট মেয়ে ভয় না পেয়ে তাদের কাছে এসে বললো, ‘আমি মিনু, আর তোমরা?’ মিলি বললো, ‘আমি মিলি এবং এরা আমার বন্ধু চিলি ও লিলি। আমরা এখানে ঘুরতে এসেছি।’ মিনু বললো, ‘আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। এসো, তা বলে মিনু তাদের নিজের বাড়ি নিয়ে ভালোমন্দ খাইয়ে বেড়াতে নিয়ে গেলো। মিলি বললো, ‘আমরা খুব সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে পারি।’ মিনু বললো, ‘শোনাও তাহলে।’ তারা অনেক সুন্দর বাদ্যযন্ত্র বাজালো। মিনু বললো, ‘তোমরা তো অনেক সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে পারো।’
লিলি বললো, ‘আমাদের গ্রহে সবাই একটা না একটা কাজ করলেও আমরা কোনো কাজ করতে পারি না।’ চিলি বললো, ‘হ্যাঁ, তাই আমাদের কেউ ভালোবাসে না।’ মিনু বললো, ‘তোমরা এতো সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে পারো। তোমরা এই বাদ্যযন্ত্রের অনুষ্ঠান দেখাতে পারো। এর বিনিময়ে তোমরা কিছু টাকাও উপার্জন করতে পারো।’ মিলি বললো, ‘এটা আগে আমাদের মাথায় কেনো এলো না, এতে সবাই আমাদের ভালোও বাসবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে তুমি আমাদের প্রিয় বন্ধু।’ তারপর তারা অনেক জায়গায় ঘুরে এলো।
তারপর চিলি, মিলি ও লিলি বিদায় নিয়ে নিজের গ্রহে চলে গেলো। তারা এরপর থেকে অনুষ্ঠানে প্রতিদিন বাদ্যযন্ত্র বাজায় ও কিছু অর্থ উপার্জনও করে। এখন তাদের সবাই ভালোবাসে এবং তারা আনন্দে বসবাস করতে থাকে।
বয়স : ৩+৩+৩ বছর; পঞ্চম শ্রেণি, মণীষা ভবন কেজি স্কুল, নাটোর
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
২৩ কোটি রুপির চাপ টের পাচ্ছেন কলকাতা অলরাউন্ডার
ভেঙ্কটেশ আইয়ার কি দামের চাপ অনুভব করছেন? হ্যাঁ, বাঁহাতি এই অলরাউন্ডার নিজেই চাপে থাকার কথা স্বীকার করছেন। ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচে এবার তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই অলরাউন্ডারকে নিলামের জন্য না ছেড়ে ধরে রাখলেও এত টাকা খরচ করতে হতো না কলকাতার। স্বাভাবিকভাবেই পারফর্ম করার চাপ একটু বেশিই থাকবে আইয়ারের ওপর।
আইপিএল নিলামে দামি ক্রিকেটারদের নিয়ে আলোচনাটা একটু বেশিই হয়। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা মিচেল স্টার্কের (২৪.৭৫ কোটি) প্রতিটি ডেলিভারি পিছু খরচ ছিল ৯.৬৮ লাখ টাকার বেশি। প্রতিটি উইকেট পিছু খরচ ১.৪৫ কোটি টাকা। এটাকে চাপ বলুন বা আশীর্বাদ, মোটা দামের খেলোয়াড়দের জন্য প্রত্যাশার চাপ থাকেই। আইয়ারও এর ব্যতিক্রম নন।
টানা ১৩ মৌসুম পর ২০২৪ সালে কলকাতা তৃতীয় শিরোপা জেতে। যেখানে আইয়ারের বড় ভূমিকা ছিল। ব্যাট হাতে ১৫৮.৭৯ স্ট্রাইক রেটে ৩৭০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে মেগা নিলামে কৌশলের কারণে কলকাতা তাঁকে ছেড়ে দিয়ে পরিণামে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে!
দুই দিন আগে দলে যোগ দিয়েছেন আইয়ার