রু বে ল হা বি ব
ঘোড়ার ডিমে তা
শহর থেকে গুচ্ছ গ্রামে
আনলো ঘোড়া উচ্চ দামে
আনলো কিনে কে?
সেই সে গ্রামের গরিব প্রজা
চেনেই শুধু রাস্তা সোজা
তারাই এনেছে!
কেন এনেছে? কেন এনেছে?
কান পেতে তা বোন শুনেছে-
ঘোড়ার ডিমে তা দিয়ে রোজ
বাড়বে ঘোড়া যে।
বোন শুনে যে হাসতে থাকে
হাসতে হাসতে বলতে থাকে
সহজ সরল মানুষগুলো
খাচ্ছে ধোকা যে!
স র দা র আ বু ল হা সা ন
ভূতের বাড়ি অচিনপুরে
ভূতের ছড়া লিখবো বলে কাগজ কলম হাতে
আপন মনে ভাবছি বসে একলা গভীর রাতে।
হঠাৎ আমার পড়লো মনে ভূত থাকে বটগাছে
রাতদুপুরে তবলা বাজায় ধিনতা তাধিন নাচে।
নাঁকি সুরে গান ধরে আর হো-হো-হা-হা হাসে
সুর-লেহরি অট্টহাসি বাতাসেতে ভাসে।
মজা করে খায় ভূতেরা ইলিশ মাছের ঝোল
পাউরুটি-দই কেক-চানাচুর মিষ্টি ক্রিমরোল
আমড়া খেতে ভালোবাসে গাছের পাকা কুল
আপেল কলা মাল্টা লেবু টসটসে তেঁতুল।
আর কী খেতে ভালোবাসে বলতে আমায় মানা
বললে পরে খামচি মেরে করবে দুচোখ কানা।
দুষ্টু ভীষণ পাজির পাজি ন্যাংড়া ভূতের ছানা
ভরদুপুরে দেখলে মানুষ সেথায় দেবে হানা।
লেখাপড়ায় নেই মনোযোগ দুষ্টুমিতে সেরা
ভূতের বাড়ি অচিনপুরে চোরকাঁটাতে ঘেরা!
শা হ রি য়া র শা হা দা ত
প্যাকেট ভরা বাতাস
চিপস্ চকোবিন কোম্পানিরা
এই অভিযোগ নিন
আমরা যারা শিশু-কিশোর
কি চাই প্রতিদিন?
আমরা ছোটো তাই বলে কী
দিচ্ছে না কেউ সায়
মজার টিফিন একটু বেশি
কে খেতে না চায়?
প্যাকেট খুলেই অবাক লাগে
চিপস্ থাকে খুব কম
মনভোলানো ক্রিসপি স্বাদে
খাচ্ছি তা হরদম!
প্যাকেট মুড়ে নাইট্রোজেন গ্যাস
চিপস্ রাখে মচমচ
তাই বলে চিপস্ খাওয়া মানে
এক্কেবারেই লস্?
খুব চাওয়া নয়, একটু শুনুন
এই যে হ্যালো-হাই,
প্যাকেট ভরা বাতাস ছাড়া
চিপস্ চকোবিন চাই!
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জিনদের আহার্য
মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)
আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)
আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।
গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)
আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩