Samakal:
2025-03-14@22:46:11 GMT

ছড়া-কবিতা

Published: 14th, March 2025 GMT

ছড়া-কবিতা

রু বে ল  হা বি ব 
ঘোড়ার ডিমে তা

শহর থেকে গুচ্ছ গ্রামে
আনলো ঘোড়া উচ্চ দামে 
আনলো কিনে কে? 
সেই সে গ্রামের গরিব প্রজা 
চেনেই শুধু রাস্তা সোজা 
তারাই এনেছে! 

কেন এনেছে? কেন এনেছে? 
কান পেতে তা বোন শুনেছে- 
ঘোড়ার ডিমে তা দিয়ে রোজ
বাড়বে ঘোড়া যে। 

বোন শুনে যে হাসতে থাকে
হাসতে হাসতে বলতে থাকে 
সহজ সরল মানুষগুলো
খাচ্ছে ধোকা যে!
 

 

স র দা র  আ বু ল  হা সা ন 
ভূতের বাড়ি অচিনপুরে  

ভূতের ছড়া লিখবো বলে কাগজ কলম হাতে 
আপন মনে ভাবছি বসে একলা গভীর রাতে। 
হঠাৎ আমার পড়লো মনে ভূত থাকে বটগাছে
রাতদুপুরে তবলা বাজায় ধিনতা তাধিন নাচে। 
নাঁকি সুরে গান ধরে আর হো-হো-হা-হা হাসে 
সুর-লেহরি অট্টহাসি বাতাসেতে ভাসে। 

মজা করে খায় ভূতেরা ইলিশ মাছের ঝোল
পাউরুটি-দই কেক-চানাচুর মিষ্টি ক্রিমরোল 
আমড়া খেতে ভালোবাসে গাছের পাকা কুল 
আপেল কলা মাল্টা লেবু টসটসে তেঁতুল। 
আর কী খেতে ভালোবাসে বলতে আমায় মানা 
বললে পরে খামচি মেরে করবে দুচোখ কানা। 

দুষ্টু ভীষণ পাজির পাজি ন্যাংড়া ভূতের ছানা 
ভরদুপুরে দেখলে মানুষ সেথায় দেবে হানা। 
লেখাপড়ায় নেই মনোযোগ দুষ্টুমিতে সেরা 
ভূতের বাড়ি অচিনপুরে চোরকাঁটাতে ঘেরা!

 

শা হ রি য়া র  শা হা দা ত 
প্যাকেট ভরা বাতাস

চিপস্ চকোবিন কোম্পানিরা
এই অভিযোগ নিন
আমরা যারা শিশু-কিশোর 
কি চাই প্রতিদিন?  

আমরা ছোটো তাই বলে কী
দিচ্ছে না কেউ সায়
মজার টিফিন একটু বেশি
কে খেতে না চায়? 

প্যাকেট খুলেই অবাক লাগে
চিপস্ থাকে খুব কম
মনভোলানো ক্রিসপি স্বাদে 
খাচ্ছি তা হরদম! 

প্যাকেট মুড়ে নাইট্রোজেন গ্যাস
চিপস্ রাখে মচমচ
তাই বলে চিপস্ খাওয়া মানে
এক্কেবারেই লস্? 

খুব চাওয়া নয়, একটু শুনুন 
এই যে হ্যালো-হাই,
প্যাকেট ভরা বাতাস ছাড়া
চিপস্ চকোবিন চাই!

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

২৩ কোটি রুপির চাপ টের পাচ্ছেন কলকাতা অলরাউন্ডার

ভেঙ্কটেশ আইয়ার কি দামের চাপ অনুভব করছেন? হ্যাঁ, বাঁহাতি এই অলরাউন্ডার নিজেই চাপে থাকার কথা স্বীকার করছেন। ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচে এবার তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই অলরাউন্ডারকে নিলামের জন্য না ছেড়ে ধরে রাখলেও এত টাকা খরচ করতে হতো না কলকাতার। স্বাভাবিকভাবেই পারফর্ম করার চাপ একটু বেশিই থাকবে আইয়ারের ওপর।

আইপিএল নিলামে দামি ক্রিকেটারদের নিয়ে আলোচনাটা একটু বেশিই হয়। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা মিচেল স্টার্কের (২৪.৭৫ কোটি) প্রতিটি ডেলিভারি পিছু খরচ ছিল ৯.৬৮ লাখ টাকার বেশি। প্রতিটি উইকেট পিছু খরচ ১.৪৫ কোটি টাকা। এটাকে চাপ বলুন বা আশীর্বাদ, মোটা দামের খেলোয়াড়দের জন্য প্রত্যাশার চাপ থাকেই। আইয়ারও এর ব্যতিক্রম নন।

টানা ১৩ মৌসুম পর ২০২৪ সালে কলকাতা তৃতীয় শিরোপা জেতে। যেখানে আইয়ারের বড় ভূমিকা ছিল। ব্যাট হাতে ১৫৮.৭৯ স্ট্রাইক রেটে ৩৭০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে মেগা নিলামে কৌশলের কারণে কলকাতা তাঁকে ছেড়ে দিয়ে পরিণামে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে!

দুই দিন আগে দলে যোগ দিয়েছেন আইয়ার

সম্পর্কিত নিবন্ধ