১১ সড়ক খুঁড়ে ঠিকাদারের খবর নেই বছরের পর বছর
Published: 14th, March 2025 GMT
চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কয়েক বছর আগে সংস্কার কাজ শুরু হয় যশোর সদরের ১১টি সড়কে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সড়কগুলোর কয়েকটির কাজ শেষ হওয়ার কথা ছিল চার-পাঁচ বছর আগেই। তবে এত বছরেও মাত্র ৫০-৬০ শতাংশের মতো কাজ শেষ করেছেন ঠিকাদাররা। ম্যাকাডাম পদ্ধতিতে ইটের খোয়া ও বালু ফেলে রোলার ব্যবহার করলেও বছরের পর বছর কার্পেটিং (পিচের প্রলেপ) না করায় সড়কগুলোর অনেক স্থানেই আবার খানাখন্দ তৈরি হয়েছে। ইটের গুঁড়া ও বালুতে পথচারী ও সড়কের পাশের বসতবাড়ির লোকজন হচ্ছেন নাস্তানাবুদ। আর বৃষ্টি হলে কাদায় চলা দায় হয়ে পড়ছে।
এলজিইডি অফিস থেকে জানা গেছে, যশোর উপশহরের তৈলকূপ বাজার সড়কের কাশিমপুর ভায়া দিঘিরপাড় পর্যন্ত ৩ দশমিক ৭১ কিলোমিটার কার্পেটিংয়ের কাজ পান ঠিকাদার শরিফুল ইসলাম। ২০২০ সালের ১৬ জুন ওই কাজের মেয়াদ শেষ হলেও পাঁচ বছরে সংস্কার হয়েছে মাত্র ৬০ শতাংশ। একই বছরের ৬ আগস্ট সংস্কার শেষ হওয়ার কথা ছিল দেয়াড়া ইউনিয়নের নতুনহাট থেকে দত্তপাড়া পর্যন্ত ২ দশমিক ৫০ কিলোমিটার সড়কে। তবে এই কাজও হয়েছে ৬০ শতাংশ। সদর উপজেলারই হুদার মোড় থেকে হাপানিয়া ভায়া ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ১ দশমিক ৭৬ কিলোমিটার সড়ক কার্পেটিং কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ ট্রেডিং অ্যান্ড স্টিল হাউস। ২০২১ সালের নভেম্বরে এই কাজ শেষের কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র ৬০ শতাংশ।
এ ছাড়া বসুন্দিয়া ইউনিয়নের সেবানন্দপুরের খেয়াঘাট সড়কের ৪ দশমিক ১১৩ কিলোমিটার ২০২০ সালের ৩০ এপ্রিল, কিসমত-হৈবতপুরে শূন্য দশমিক ৮৫ কিলোমিটার সড়ক ২০২১ সালের ২০ আগস্ট, কিসমত হৈবতপুরে ২ দশমিক ১৮ কিলোমিটার রাস্তা ২০২০ সালের মে মাসে, বলাডাঙ্গা-মথুরাপুর সড়কের ২ দশমিক ১৭ কিলোমিটার এবং মালঞ্চী কোল্ডস্টোর থেকে আরবপুর ইউপি সড়ক ২০২১ সালের জুলাইয়ে, শর্শনাদাহ-ভবানীপুর সড়কের এক দশমিক ৭০ কিলোমিটার সড়ক ২০২৪ সালের জুনে, একই বছরের সেপ্টেম্বরে মনোহরপুর যোগীপাড়া থেকে ওসমানপুর পর্যন্ত ১ দশমিক ৭০ কিলোমিটার সড়ক এবং ডিসেম্বরে চুড়ামনকাটি সড়ক সংস্কারের মেয়াদ শেষ হয়েছে। তবে এই সময়ে কাজ শেষ হয়েছে ৩৫ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত।
দীর্ঘদিনেও সড়কগুলোর কাজ শেষ না হওয়ায় তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। আরবপুরের ইজিবাইক চালক মহসিন আলী বলেন, রাস্তায় ইট দিয়ে পাঁচ-ছয় বছর ফেলে রাখছে। যেমন ধুলাবালি ওড়ে, আবার গর্তে পড়ে বিভিন্ন সময় গাড়ি উল্টে যায়। একটু বৃষ্টি হলে তো চলার কোনো উপায়ই থাকে না।
সালতা গ্রামের ইউসুফ আলী জানান, এই রাস্তা দিয়ে ২০-২৫ গ্রামের মানুষ যাতায়াত করে। কিন্তু বর্তমানে যে অবস্থা, এই রাস্তা দিয়ে রোগী নিয়ে গেলে অবস্থা আরও খারাপ হবে। ইটের খোয়া বিছানোর পর চার থেকে পাঁচ বছর ফেলে রাখায় খানাখন্দের পাশাপাশি অনেক স্থানে রাস্তা উঁচু-নিচু হয়ে গেছে।
হৈবতপুর গ্রামের সিরাজুল ইসলাম জানান, ঠিকাদাররা এক থেকে দেড় বছর পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি করে। এর পর খোয়া দেয়। কিন্তু কার্পেটিং করার সময় খোঁজ পাওয়া যায় না।
শর্শনাদাহ গ্রামের জামাল হোসেন বলেন, শর্শনাদাহ-ভবানীপুরের সড়ক দিয়ে কৃষক সবজি-ধান আনা-নেওয়া করে। কয়েক বছর ধরে এই রাস্তা সংস্কারের নামে ফেলে রাখায় কৃষকরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
আনন্দ বিশ্বাস নামে এক ঠিকাদার দাবি করেন, নানা সংকটের কারণে রাস্তার কাজ করতে দেরি হয়েছে। তবে ঈদের আগেই কাজ শেষ করতে পারবেন। আরেক ঠিকাদার আব্দুর রউফের দাবি, আগের আওয়ামী লীগ সরকারের আমলে রাস্তার কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েন। চাঁদা চাওয়া হয়েছিল। এ জন্য কাজে দেরি হয়েছে। এখন দ্রুত কাজ শেষ করবেন।
যশোর সদর উপজেলা প্রকৌশলী চৌধুরী মোহাম্মদ আসিফ রেজা বলেন, কয়েকটি গ্রামীণ সড়ক সংস্কারের মেয়াদ তিন থেকে পাঁচ বছর আগে শেষ হয়েছে। তবে ঠিকাদারদের অবহেলায় কাজ শেষ হয়নি। অর্ধেক কাজ করে ফেলে রাখায় জনসাধারণের দুর্ভোগ হচ্ছে। আশা করি, দ্রুত বাকি কাজ শেষ করা হবে।
এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান জানান, যশোরে অনেক সড়কে কার্পেটিংয়ের কাজ শেষ না করে ঠিকাদাররা ফেলে রেখেছেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে ডেকে দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের মতো কাজগুলো শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিকাদাররা দ্রুত কাজ শুরু না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক ক ল ম ট র সড়ক ক জ শ ষ কর ক জ কর শ ষ হয় চ বছর দশম ক সড়ক র বছর র
এছাড়াও পড়ুন:
কান উৎসবে টম ক্রুজের চূড়ান্ত মিশন
বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ মে, ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ মে লাল গালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির হবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এদিন তাঁর নতুন সিনেমা ‘মিশন: ইমপসিবল– দ্য ফাইনাল রেকনিং’-এর অফিশিয়াল স্ক্রিনিং হবে।
এ আয়োজনে টমের সঙ্গে থাকবেন পরিচালক ও চিত্রনাট্যকার ক্রিস্টোফার ম্যাককোয়ারি এবং পুরো টিম। এটি হবে টমের তৃতীয় কান সফর। প্রথমবার তিনি এসেছিলেন ১৯৯২ সালে, রন হাওয়ার্ডের ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’ নিয়ে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে টম কানে ফিরেছিলেন ‘টপ গান: ম্যাভরিক’ নিয়ে। সেই সফর ছিল একেবারে স্মরণীয়। তখন তাঁকে প্রদান করা হয়েছিল গৌরবসূচক পাম দ’র।
জানা গেছে, প্রায় তিন দশকের অ্যাকশন, স্টান্ট আর ষড়যন্ত্রের চূড়ান্ত সমাপ্তি হতে চলেছে ‘মিশন: ইমপসিবল– দ্য ফাইনাল রেকনিং’ সিনেমার মাধ্যমে। এবারের পর্বে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেইমস, সায়মন পেগ, এসাই মোরালেস, পম ক্লেমেন্টিয়েফ, হেনরি জার্নি, মারিয়েলা গ্যারিগা, অ্যাঞ্জেলা ব্যাসেট প্রমুখ। ছবিটি ফ্রান্সে মুক্তি পাচ্ছে ২১ মে আর যুক্তরাষ্ট্রে ২৩ মে।
এদিকে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে রবার্ট ডি নিরোকে সম্মানসূচক পাম দ’র প্রদান করা হবে। পাম দ’র প্রাপ্তির ঘোষণা পেয়ে ডি নিরো বলেন, ‘কান উৎসবের প্রতি আমার গভীর অনুভব রয়েছে। এখন, যখন বিশ্ব নানা বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কান আমাদের একত্রিত করে– গল্পকার, চলচ্চিত্র নির্মাতা, দর্শক ও বন্ধুদের। এটা যেন ঘরে ফেরার মতো।’
২০২৫ সালে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র, যেগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত নির্মাতাদের নতুন কাজ, পাশাপাশি বেশ কিছু নতুন নির্মাতার অভিষেক চলচ্চিত্র।
ফরাসি নির্মাতা এমিলি বোনিনের ‘লিভ ওয়ান ডে’ সিনেমার প্রদর্শনী দিয়ে শুরু হবে উৎসব। ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফোনিশিয়ান স্কিম’, রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভ্যাগ’, অ্যারি অ্যাস্টারের ‘এডিংটন’সহ অনেক জনপ্রিয় পরিচালিত সিনেমা এবার অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। কানের ডেলিগেট জেনারেল থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিশ নব্লোচ গতকাল এক সংবাদ সম্মেলনে এ বছরের লাইনআপ ঘোষণা করেন। ভিয়েতনাম যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দ্য মাস্টারমাইন্ড’ নিয়ে কানে ফিরছেন কেলি রিচার্ড।
২০২১ সালে কান জয়ের পর এবার ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমা নিয়ে উৎসবে ফিরছেন নির্মাতা জোয়াকিন ট্রায়ার। ইরানি পরিচালক জাফর পানাহিও এবার কানে আসছেন তাঁর নতুন সিনেমা ‘আ সিম্পল অ্যাকসিডেন্ট’ নিয়ে। দু’বারের পাম ডি’অরজয়ী ডার্ডেন ব্রাদার্সকে পাওয়া যাবে তাদের নতুন সিনেমা ‘ইয়াং মাদারস’ নিয়ে। দক্ষিণ আফ্রিকার নির্মাতা অলিভার হারমানাস ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ দিয়ে এবারই প্রথম কানে পা রাখবেন।
২০২১ সালে স্বর্ণপামজয়ী নির্মাতা জুলিয়া ডুকোরনাউ নিয়ে আসছেন ‘আলফা’ সিনেমা। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’– প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।