ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোনো সুযোগ দেওয়া হবে না: গোলাম পরওয়ার
Published: 14th, March 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। এ দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোনো সুযোগ দেওয়া হবে না। দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে জাতীয় ঐক্য অটুট রেখে দেশে ইসলামি জাগরণ তৈরির সুযোগকে কাজে লাগাতে হবে।’
শুক্রবার বিকেলে সিলেট নগরের বালুচর এলাকার একটি অভিজাত কনভেনশন সেন্টারে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘রমজান হচ্ছে বদরের মাস, কদরের মাস। এ মাসে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।’
সিলেটের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
দেশ-জাতির মঙ্গল ও জাতীয় নেতাদের মুক্তি-সুস্থতা কামনা করে ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। মাহফিলের আগে দারসুল কোরআন ও মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন হাফিজ মিফতাহুদ্দীন আহমদ।
উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল পাটোয়ারী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য তাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল হান্নান ও আনোয়ার হোসাইন খান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের সব স্তরে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আত্মশুদ্ধির মাস মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র শপথ ন ত ব এনপ র রমজ ন
এছাড়াও পড়ুন:
আছিয়ার ধর্ষকের ফাঁসি চান খেলাফত মজলিসের মহাসচিব
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মাগুরার শিশু আছিয়ার জন্য কাঁদছে দেশবাসী। অতি উন্নত চিকিৎসা দিয়েও শিশুটিকে বাঁচিয়ে রাখা যায়নি। ইতিহাসের স্বাক্ষী হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলো না ফেরার দেশে। অছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে শাস্তি কার্যকর দেখতে চাই।
বৃহস্পতিবার (১৩ মার্চ) চাষাঢ়া ড্রিং অ্যাণ্ড ডাইন রেষ্টুরেণ্টে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে অয়োজিত, তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মামূনুর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা: আল আমিন রাকিবের সঞ্চালনায় এ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা উবায়দুল কাদির নদভী, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খাঁন টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মিজানুর রহমান, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের দপ্তর সম্পাদক শাহিন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, দারুল উলুম দেওভোগ মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আবু সাঈদ, মাওলানা রশীদ আহমদ, নুরে আলম, সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী ও আলেম উলামাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি।