দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত
Published: 14th, March 2025 GMT
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে কামরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১০টার দিকে দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্লুমপন্টি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাহপুর গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে।
নিহতের পরিবার জানায়, কামরুল গত ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায়। ব্লুমপন্ডি শহরে তিনি নিজ মালিকানার একটি দোকান চালান। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী ডাকাত দল দোকানে ঢুকে তাঁকে জিম্মি করে মালপত্র লুট করে। ডাকাতরা যাওয়ার সময় কামরুলকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই শহরে থাকা কামরুলের খালাতো ভাই মো.
এদিকে সরেজমিন কামরুলের বাড়ি গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন মা, ভাই, বোন ও স্বজন। ছেলের কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা।
নিহতের চাচাতো ভাই মোশাররফ হোসেন জানান, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে কামরুল ছিলেন দ্বিতীয়। অচিরেই দেশে এসে বিয়ে করার কথা ছিল কামরুলের। তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী সপ্তাহে লাশ দেশে আসবে আশা করি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
উত্তরপ্রদেশের রাস্তায় প্রকাশ্যে নারীর হিজাব খুলে হেনস্থা
উত্তরপ্রদেশের মুজাফফরনগরে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একইসময় ওই নারীর পাশে থাকা পুরুষ সঙ্গীকেও লাঞ্ছিত করা হয়েছে। ভুক্তভোগী নারী-পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল সোমবার ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। তবে, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
খবরে বলা হয়েছে, মুজাফফরনগরের খালপাড় এলাকার একটি গলিতে এই ঘটনাটি ঘটে। ২০ বছর বয়সী নারী ফারহিন ও শচীন নামে এক ব্যক্তি ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। মায়ের নির্দেশে শচীনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন ফারহিন। পথে ৮-১০ জন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে। এ সময় ফারহিন ও শচীনকে লাঞ্ছিত ও শারীরিকভাবে নির্যাতন করে।
পুরো ঘটনাটি একজন পথচারী মোবাইল ফোনে রেকর্ড করেন এবং পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে এবং দুজনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের অভিযোগ দায়েরের পর ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়।
মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার (সিও) রাজু কুমার সাও বলেন, গত ১২ এপ্রিল আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার দিকে ভবন এলাকার একজন হিন্দু পুরুষ ও খালপাড়ের একজন মুসলিম নারী ঋণের কিস্তি আদায় করে সুজদু থেকে ফিরছিলেন। দরজি ওয়ালি গলিতে স্থানীয় কিছু লোক তাদের থামিয়ে মারধর করেন। ভুক্তভোগী নারী-পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
সিও রাজু কুমার সাও বলেন, ভিডিও থেকে আরও লোককে শনাক্ত করার চেষ্টা চলছে, তারপরই গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।