কবর জিয়ারত শেষে ফেরার সময় কাউন্সিলর গ্রেপ্তার, এলাকাবাসীর থানা ঘেরাও
Published: 14th, March 2025 GMT
মা-বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার বিকেলে তাঁকে উপজেলার কৃষ্ণপুরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
এদিকে সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেনের মুক্তির দাবিতে থানা ঘেরাও করেছেন কৃষ্ণপুরা এলাকার বাসিন্দারা। পরে থানার ওসি এনায়েত হোসেন ন্যায়বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত জাহাঙ্গীর হোসেন কৃষ্ণপুরা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পাশাপাশি প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন।
এলাকাবাসী জানান, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য কাউন্সিলরসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হন। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান শীর্ষ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। কিন্তু সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিএনপির একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিজ ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারতে যান জাহাঙ্গীর হোসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কৃষ্ণপুরা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপনে খবর পেয়ে জাহাঙ্গীর হোসেনকে নিজ এলাকা থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। এতে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাইরে জীবন সহজ কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে: বাঁধন
বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন নিয়ে আজ বর্ণাঢ্য উৎসবে মেতে উঠেছে সারা দেশের মানুষ! সাধারণ মানুষের পাশাপাশি দিবসটি উদযাপনে ব্যস্ত দেশের তারকারাও। বাংলা নতুন বছরের শুরুর দিনে অন্যরকম বার্তা দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সম্পর্কে একটি পোস্ট করেছেন বাঁধন। যেখানে জানিয়েছেন, বেশকিছু দিন ধরে ভার্চুয়াল দুনিয়া থেকে কিছুটা দূরে থাকার কথা।
বাঁধন লিখেছেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।’
বাঁধন বলেন, ‘আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে বিঘ্নিত করতে পারে না। আমি জানি, আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।’ কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা, প্রতিটি পদক্ষেপ গল্পের একটি অংশ, যা আমাকে আজকে আমি হতে সাহায্য করেছে।’