ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে কোনো সুযোগ তৈরি করে দেব না: মাওলানা মামুনুল হক
Published: 14th, March 2025 GMT
দেশের রাজনৈতিক দলগুলোকে একটি ‘আস্থাপূর্ণ’ জায়গায় উপনীত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘সেটি হচ্ছে ওই বিদায়ী (শেখ হাসিনার সরকার) বর্বর, অমানবিক ও ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুযোগ আমরা তৈরি করে দেব না।’
মাওলানা মামুনুল হক আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে আয়োজিত তাঁর দলের ইফতার মাহফিলে এ কথা বলেন।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতা এবং চীন, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
মামুনুল হক একটি উন্মুক্ত ও স্বাধীন পরিবেশে রমজান উদ্যাপন করতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া জানান। তিনি বলেন, দীর্ঘদিন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে স্বদেশে পরবাসীর মতো জীবন যাপন করতে হয়েছে। অগণিত অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মী গুম–খুনের শিকার হয়েছেন। দিনের পর দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে।
রাজনৈতিক দলগুলোকে একটি ‘আস্থাপূর্ণ’ জায়গায় উপনীত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘.
সংস্কারের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ‘একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তী সরকারের ওপর আমরা আস্থা রাখতে চাচ্ছি। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আগামী বিনির্মাণের লক্ষ্যে সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে উদ্যোগকে দল–মতনির্বিশেষে সব রাজনৈতিক পক্ষ স্বাগত জানিয়েছে এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে। সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের মাধ্যমে আমরা আশা করছি, আগামী বাংলাদেশে বহু দল-মতের সম্মিলনে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে।’
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে থাকায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মামুনুল হক। তিনি বলেন, বিগত বছরগুলোর যেকোনো রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলত। এই রমজানে সেটা হয়নি। এ জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাম টেনে ধরেতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে এই লোডশেডিংমুক্ত ঢাকাসহ প্রায় পুরো বাংলাদেশে বিদ্যুতের সরবরাহ জনজীবনে স্বস্তি দিয়েছে।
বক্তব্যে মামুনুল হক পুরুষ থেকে নারীতে রূপান্তরিত এক ব্যক্তিকে ‘অদম্য নারী’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ সভ্য নাগরিকদের দেশ হিসেবে, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে কখনোই ইসলামবিরোধী কোনো সংস্কৃতিকে মেনে নিতে পারে না।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ঈসা শাহেদী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, হেফাজতে ইসলামের মুনির হোসাইন কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা রুহুল আমীন সাদী প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ম ন ল হক র জন ত ক ইসল ম রমজ ন সরক র
এছাড়াও পড়ুন:
চুরির অপবাদ দেওয়ায় শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা, দগ্ধ হয়ে হাসপাতালে
কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চান্দিনা উপজেলা সদরের সরকারি হাসপাতালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মো. সবুজ নামের ওই চালককে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, আগুনে সুবজের শরীরের ৩০ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সবুজ চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে চান্দিনা উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা সদরের হাসপাতাল সড়কের ইউনুছ মিয়ার অটোরিকশা গ্যারেজ ভাড়া নিয়ে সবুজসহ তিনজন ওই গ্যারেজে তাঁদের অটোরিকশা রাখেন। পালাক্রমে তাঁরা তিনজন পাহারাও দেন। প্রায় চার মাস আগে এক রাতে পাহারার দায়িত্ব ছিলেন সবুজ। ওই দিন রাত আনুমানিক দুইটার দিকে গ্যারেজে তালা দিয়ে সবুজ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ওই সময় চোরচক্র দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরদিন ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মানিক নামের একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। সেদিন রাতেই পুলিশ মানিককে ছেড়ে দেয়। পরে স্থানীয় কয়েকজন মাতবর সবুজকে চোর আখ্যা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু সবুজ জানান, তিনি ওই রায় মানেন না এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার ক্ষমতাও তাঁর নেই।
এদিকে গতকাল সন্ধ্যায় স্থানীয় কয়েকজন মাতবরের প্ররোচনায় সালাউদ্দিন নামের এক ব্যক্তি সবুজকে আটক করে তাঁর অটোরিকশা নিয়ে যান। এ সময় তাঁকে চোর আখ্যা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা দিতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে সে প্রকাশ্যে শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সুবজের স্ত্রী খুশি আক্তার বলেন, ‘মাতবররা চোর ধরে ছেড়ে দিছে আর আমার স্বামীরে চুরির অপবাদ দিয়ে জরিমানা করেছে। আমার স্বামী চোর আখ্যা দেওয়ার এই নির্যাতন সহ্য করতে না পেরে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গরিবের জন্য আইন নাই, বিচার নাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
গতকাল রাতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম বলেন, ‘অটোরিকশা চুরির ঘটনায় সময় মানিক, সাইফুল ও নাজমুল নামের তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা হয়। ওই চুরির ঘটনায় সবুজকে দায়ী করে চাপ সৃষ্টি করলে সে অপমান সহ্য করতে না পেরে নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন বলে জেনেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’