পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদালতে হাজিরের আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে কারা কর্তৃপক্ষ তাঁকে হাজির করতে ব্যর্থ হয়েছে।
আইনজীবী মাশাল ইউসুফজাই ইমরানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে চাইলে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। এরপর তিনি আদালতে পিটিশন করেন। তার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট ইমরানকে আদালতে সরাসরি অথবা ভিডিওকলে হাজির করার আদেশ দেন।
সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল (এজি) বলেছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁকে হাজির করা সম্ভব হয়নি। সেই সঙ্গে ভিডিওকলেও তাঁকে যুক্ত করা সহজ ছিল না। এবার আদিয়ালা জেল সুপার ও ইসলামাবাদের এজিকে এ ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে হলফনামা পেশ করার আদেশ দিয়েছেন আদালত। ডন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইমর ন খ ন ইসল ম ব দ হ জ র কর ইমর ন
এছাড়াও পড়ুন:
গরমে স্বস্তির পানীয়
চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী
ফ্রুট পাঞ্চ
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
কোল্ড ডেভিনশন
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
স্মোক ম্যাংগো ধামাকা
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ব্লু মুন ড্রিংকস
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।