মা-বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার বিকেলে তাঁকে উপজেলার কৃষ্ণপুরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। 

আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত জাহাঙ্গীর হোসেন কৃষ্ণপুরা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পাশাপাশি প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন। 

এলাকাবাসী জানান, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য কাউন্সিলরসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হন। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান শীর্ষ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। কিন্তু সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিএনপির একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিজ ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারতে যান জাহাঙ্গীর হোসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কৃষ্ণপুরা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপনে খবর পেয়ে জাহাঙ্গীর হোসেনকে নিজ এলাকা থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। এতে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দার পাড়ার সরোয়ার হোসেন (৭৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে অটোভ্যানযোগে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন তারা। এসময় একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ