পিএসএলে নাহিদ রানাদের দল পাওয়ার বিষয়টি জানেই না বিসিবি
Published: 14th, March 2025 GMT
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে মাসখানেকও বাকি নেই। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে দল পেয়েছেন তিন বাংলাদেশি। তবে এই বিষয়ে জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের এবারের আসর। বাংলাদেশিদের মধ্যে নাহিদ রানাকে নিয়েছে পেশওয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস আর রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স।
পিএসএলে এই তিন ক্রিকেটারকে কি খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে? শুক্রবার (১৪ মার্চ) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার মাহফিলে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এনওসি নিয়ে জিজ্ঞেষ করা হলে তিনি জানান, “এই সম্পর্কে বিসিবি কিছু জানে না।”
ফাহিম বলেন, “কে পেয়েছে, কে পায়নি এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। ক্রিকেট বোর্ড এই ব্যাপারে জানে না।”
এই তিন ক্রিকেটার যদি এনওসির আবেদন করেন তাহলে দেওয়া হবে কি না? এমন প্রশ্নে ফাহিম বলেন, “ক্রিকেট বোর্ড জানেই না এই সম্পর্কে।”
এদিকে জানা গেছে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার এনওসির আবেদন করেননি। কয়েকদিনের মধ্যে বিসিবিতে আবেদন করতে পারেন তারা। আবার একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হওয়ায় বিসিবি তাদের আবেদনে সাড়া দেয় কি না এখন সেটাই দেখার।
ঢাকা/রিয়াদ
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শুরুর আগেই শেষ, পিএসএল ছাড়লেন লিটন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন লিটন দাস। পাকিস্তানের এই লিগে খেলতে উচ্ছ্বসিত ছিলেন তিনি। শনিবার মুলতান সুলতানসের বিপক্ষে করাচি কিংসের জার্সিতে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু দলের টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল লিটনের আসর।
অনুশীলনে ইনজুরিতে পড়েছেন লিটন। যে কারণে পিএসএল ছেড়ে দেশে ফিরছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক বার্তায় বিষয়টি লিটন নিশ্চিত করেছেন।