পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে মাসখানেকও বাকি নেই। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে দল পেয়েছেন তিন বাংলাদেশি। তবে এই বিষয়ে জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 

১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের এবারের আসর। বাংলাদেশিদের মধ্যে নাহিদ রানাকে নিয়েছে পেশওয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস আর রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। 

পিএসএলে এই তিন ক্রিকেটারকে কি খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে? শুক্রবার (১৪ মার্চ) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার মাহফিলে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এনওসি নিয়ে জিজ্ঞেষ করা হলে তিনি জানান, “এই সম্পর্কে বিসিবি কিছু জানে না।”

ফাহিম বলেন,  “কে পেয়েছে, কে পায়নি এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। ক্রিকেট বোর্ড এই ব্যাপারে জানে না।”

এই তিন ক্রিকেটার যদি এনওসির আবেদন করেন তাহলে দেওয়া হবে কি না? এমন প্রশ্নে ফাহিম বলেন, “ক্রিকেট বোর্ড জানেই না এই সম্পর্কে।”

এদিকে জানা গেছে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার এনওসির আবেদন করেননি। কয়েকদিনের মধ্যে বিসিবিতে আবেদন করতে পারেন তারা। আবার একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হওয়ায় বিসিবি তাদের আবেদনে সাড়া দেয় কি না এখন সেটাই দেখার। 

ঢাকা/রিয়াদ 


 

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসএল

এছাড়াও পড়ুন:

দ্য হান্ড্রেডে দল পাননি বাংলাদেশের কেউ

ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের ফরম্যাটের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর আরেকটি মৌসুম শুরু হতে যাচ্ছে। তবে আগের মতো এবারও হতাশাই সঙ্গী হলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। এবারের প্লেয়ার্স ড্রাফটে নাম নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ২৮ জন পুরুষ ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত কেউই কোনো দলে সুযোগ পাননি।

অতীত মৌসুমগুলোতেও একাধিক বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করলেও কেউ দলে জায়গা করে নিতে পারেননি। এবার প্রত্যাশা ছিল, সাম্প্রতিক পারফরম্যান্সের আলোকে কিছু ক্রিকেটার দৃষ্টি কাড়বেন। কিন্তু ড্রাফটের পর ঘোষিত স্কোয়াডে কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম দেখা যায়নি।

সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ১ লাখ ২০ হাজার পাউন্ডে ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেন ছিলেন ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে। সম্প্রতি পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন রিশাদ।

৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন লিটন দাস, তাওহিদ হৃদয় ও শেখ মেহেদী হাসান। অন্যদিকে ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্যে তালিকাভুক্ত ছিলেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। উল্লেখযোগ্যভাবে, নাহিদ রানা তার সাম্প্রতিক পারফরম্যান্সে পিএসএলের পেশাওয়ার জালমির স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। এছাড়া আরও ২০ জন বাংলাদেশি ক্রিকেটার নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়াই ক্যাটাগরিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু তারাও থেকে গেছেন অবিক্রীত।

গতকাল অনুষ্ঠিত হয় ‘দ্য হান্ড্রেড’ এর প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে সবচেয়ে চাহিদায় ছিলেন ডেভিড ওয়ার্নার, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র। এছাড়া কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, ডেভিড মিলার ও মার্কাস স্টয়নিসদের মতো তারকারাও জায়গা পেয়েছেন বিভিন্ন দলে।

বাংলাদেশের মতো পাকিস্তানের অবস্থাও হতাশাজনক। দেশটির ৪৫ জন ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েও দলে সুযোগ পাননি। তালিকায় ছিলেন নাসিম শাহ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, সাইম আইয়ুবরাও।

সম্পর্কিত নিবন্ধ

  • দ্য হান্ড্রেডে দল পাননি বাংলাদেশের কেউ