ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারকের জুতা চুরির মামলায় গ্রেপ্তার সুমন নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) কোতয়ালী থানা পুলিশ সুমনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার এ তথ্য জানান।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো.

রেজাউল করিম ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জামে মসজিদে জোহরের নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি দেখেন তার এক হাজার ৮৫০ টাকা মূল্যের জুতা চুরি হয়ে গেছে। খোঁজাখুঁজির পর ওই মসজিদেই নামাজ পড়তে আসা মো. সুমনের কাছ থেকে চুরি হওয়া জুতাসহ তাকে আটক করে মুসল্লিরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জুতা চুরির এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন।

ঢাকা/মামুন/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এই ৭ বদভ্যাস ধীরে ধীরে আপনাকে অলস বানাচ্ছে

ইশপের সেই গল্প তো আমাদের প্রায় সবারই জানা। খরগোশ আর কচ্ছপ একদিন দৌড় প্রতিযোগিতায় নামল। খরগোশ এক নিমেষেই অর্ধেক পথ পাড়ি দিয়ে পেছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক পেছনে। তখন খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিই। এই বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল খরগোশ। ওদিকে ধীরে ধীরে কচ্ছপ পৌঁছে গেল শেষ দাগে। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই খরগোশের মতো আয়েশ করতে গিয়ে অনেক কিছু থেকে পিছিয়ে পড়ি। অলসতা এক দিনে তৈরি হয় না, বরং দিন দিন কিছু নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে অলসতা আমাদের পেয়ে বসে। একসময় জীবনের অংশ হয়ে দাঁড়ায়। যা আমাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় করার পাশাপাশি মানসিক শক্তিও কমিয়ে দেয়। চলুন দেখে নিই বিষয়গুলো।

ঘুম থেকে দেরিতে ওঠা

ঘুম থেকে দেরি করে উঠলে অলসতার সঙ্গেই আসলে দিনের শুরুটা হয়। এতে দেহঘড়িরও ছন্দপতন হয়। এ ছাড়া দেরিতে ঘুম থেকে উঠলে কাজ করার সময় কমে যায়, দিনভর বিষণ্ন লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একবার স্ক্রল করতে শুরু করলে অবচেতনেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়

সম্পর্কিত নিবন্ধ