মির্জাপুরে নিত্যপণ্য কিনতে আসা নারীদের ছবি কৌশলে মোবাইল ফোনে ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে সোলাইমান মৃধা শিশির নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক শুভুল্যা গ্রামের বেলায়েত মৃধার ছেলে।

পুলিশ জানায়, শুভুল্যা গ্রামে সোলাইান মৃধার একটি মুদি দোকান রয়েছে। সেখানে নিত্যপণ্য কিনতে আসা নারীদের ছবি গোপনে তার মোবাইল ফোনে ধারণ করে। এসব ছবি এডিট করে পর্নোগ্রাফি তৈরি করে দীর্ঘদিন ধরে নারীদের ব্ল্যাকমেইল করে আসছিল সে। গত বৃস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার এক নারী তাঁর প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন সোলইমান তাঁর ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করেছে। পরে সেই ছবি এডিট করে পর্নোগ্রাফি তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে এবং অনেকের মেসেঞ্জারেও পাঠিয়েছে। এ কথা শুনে পরিবারের সদস্যদের নিয়ে ওই নারী সোলাইমানের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। এতে সোলাইমান ক্ষিপ্ত হয়ে তাদের উল্টো ভয়ভীতি প্রদর্শন করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সোলাইমানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার সকালে ভুক্তভোগী এক নারী বাদী হয়ে সোলাইমান মৃধা শিশিরের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন। এ মামলায় সোলইমানকে গ্রেপ্তার দেখিয়ে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তার সোলাইমান মৃধা শিশির ওই এলাকার কয়েকজন নারীকে ব্ল্যাকমেইল করেছে বলে জানা গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ন গ র ফ পর ন গ র ফ

এছাড়াও পড়ুন:

এই ৭ বদভ্যাস ধীরে ধীরে আপনাকে অলস বানাচ্ছে

ইশপের সেই গল্প তো আমাদের প্রায় সবারই জানা। খরগোশ আর কচ্ছপ একদিন দৌড় প্রতিযোগিতায় নামল। খরগোশ এক নিমেষেই অর্ধেক পথ পাড়ি দিয়ে পেছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক পেছনে। তখন খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিই। এই বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল খরগোশ। ওদিকে ধীরে ধীরে কচ্ছপ পৌঁছে গেল শেষ দাগে। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই খরগোশের মতো আয়েশ করতে গিয়ে অনেক কিছু থেকে পিছিয়ে পড়ি। অলসতা এক দিনে তৈরি হয় না, বরং দিন দিন কিছু নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে অলসতা আমাদের পেয়ে বসে। একসময় জীবনের অংশ হয়ে দাঁড়ায়। যা আমাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় করার পাশাপাশি মানসিক শক্তিও কমিয়ে দেয়। চলুন দেখে নিই বিষয়গুলো।

ঘুম থেকে দেরিতে ওঠা

ঘুম থেকে দেরি করে উঠলে অলসতার সঙ্গেই আসলে দিনের শুরুটা হয়। এতে দেহঘড়িরও ছন্দপতন হয়। এ ছাড়া দেরিতে ঘুম থেকে উঠলে কাজ করার সময় কমে যায়, দিনভর বিষণ্ন লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একবার স্ক্রল করতে শুরু করলে অবচেতনেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়

সম্পর্কিত নিবন্ধ