চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে লোহার রড বিদ্ধ হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহিত শিশুর নাম রঞ্জন (৭)।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে মাইলের মাথার আজিজ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিশুটি মারা যায়। সে উক্ত ভবনের বাসিন্দা পটুয়াখালী জেলার বাবলু সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রঞ্জন ভবনের ছাদে খেলছিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে যায়। নিচে থাকা সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব এলাহী বলেন, “আমরা যাওয়ার আগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।”

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এই ৭ বদভ্যাস ধীরে ধীরে আপনাকে অলস বানাচ্ছে

ইশপের সেই গল্প তো আমাদের প্রায় সবারই জানা। খরগোশ আর কচ্ছপ একদিন দৌড় প্রতিযোগিতায় নামল। খরগোশ এক নিমেষেই অর্ধেক পথ পাড়ি দিয়ে পেছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক পেছনে। তখন খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিই। এই বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল খরগোশ। ওদিকে ধীরে ধীরে কচ্ছপ পৌঁছে গেল শেষ দাগে। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই খরগোশের মতো আয়েশ করতে গিয়ে অনেক কিছু থেকে পিছিয়ে পড়ি। অলসতা এক দিনে তৈরি হয় না, বরং দিন দিন কিছু নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে অলসতা আমাদের পেয়ে বসে। একসময় জীবনের অংশ হয়ে দাঁড়ায়। যা আমাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় করার পাশাপাশি মানসিক শক্তিও কমিয়ে দেয়। চলুন দেখে নিই বিষয়গুলো।

ঘুম থেকে দেরিতে ওঠা

ঘুম থেকে দেরি করে উঠলে অলসতার সঙ্গেই আসলে দিনের শুরুটা হয়। এতে দেহঘড়িরও ছন্দপতন হয়। এ ছাড়া দেরিতে ঘুম থেকে উঠলে কাজ করার সময় কমে যায়, দিনভর বিষণ্ন লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একবার স্ক্রল করতে শুরু করলে অবচেতনেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়

সম্পর্কিত নিবন্ধ