ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয় না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। আগামী ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে বাছাইপর্বের লড়াইয়ের। তবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল মাঠে নামবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন, ১০ এপ্রিল। ওই দিন লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড।

দলের দ্বিতীয় ম্যাচ ১৩ এপ্রিল, আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর ১৫ এপ্রিল একই ভেন্যুতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ এপ্রিল লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচও হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। মূল লড়াইয়ের আগে ৫ ও ৭ এপ্রিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

ছয় দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে বাছাইপর্ব। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল পাবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট। ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তবে পাকিস্তান যদি বিশ্বকাপে জায়গা করে নেয়, তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বক প ব ছ ই ব ছ ইপর ব

এছাড়াও পড়ুন:

এই ৭ বদভ্যাস ধীরে ধীরে আপনাকে অলস বানাচ্ছে

ইশপের সেই গল্প তো আমাদের প্রায় সবারই জানা। খরগোশ আর কচ্ছপ একদিন দৌড় প্রতিযোগিতায় নামল। খরগোশ এক নিমেষেই অর্ধেক পথ পাড়ি দিয়ে পেছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক পেছনে। তখন খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিই। এই বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল খরগোশ। ওদিকে ধীরে ধীরে কচ্ছপ পৌঁছে গেল শেষ দাগে। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই খরগোশের মতো আয়েশ করতে গিয়ে অনেক কিছু থেকে পিছিয়ে পড়ি। অলসতা এক দিনে তৈরি হয় না, বরং দিন দিন কিছু নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে অলসতা আমাদের পেয়ে বসে। একসময় জীবনের অংশ হয়ে দাঁড়ায়। যা আমাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় করার পাশাপাশি মানসিক শক্তিও কমিয়ে দেয়। চলুন দেখে নিই বিষয়গুলো।

ঘুম থেকে দেরিতে ওঠা

ঘুম থেকে দেরি করে উঠলে অলসতার সঙ্গেই আসলে দিনের শুরুটা হয়। এতে দেহঘড়িরও ছন্দপতন হয়। এ ছাড়া দেরিতে ঘুম থেকে উঠলে কাজ করার সময় কমে যায়, দিনভর বিষণ্ন লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একবার স্ক্রল করতে শুরু করলে অবচেতনেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়

সম্পর্কিত নিবন্ধ