ফেসবুক প্রোফাইল ও পোস্টে গান যোগ করবেন যেভাবে
Published: 14th, March 2025 GMT
ফেসবুক প্রোফাইল ও পোস্টে পছন্দের গান যোগ করা যায়। এর ফলে ফেসবুক ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রোফাইল ও পোস্টে পছন্দের গানের সংক্ষিপ্ত ক্লিপ যোগ করতে পারেন। ফলে অন্যরা প্রোফাইলে প্রবেশ করে বা পোস্ট দেখার সময় সেই গান শুনতে পারেন। ফেসবুক প্রোফাইল ও পোস্টে পছন্দের গান যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
ফেসবুক প্রোফাইলে গান যোগ করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপ চালু করে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর এডিট প্রোফাইলের পাশে থাকা তিনটি ডট বিন্দুতে ক্লিক করে প্রোফাইল সেটিংসের নিচে থাকা সার্চ অপশন নির্বাচন করতে হবে। এবার নিচে স্ক্রল করে মিউজিক অপশন নির্বাচনের পর পাশে থাকা প্লাস আইকনের মাধ্যমে পছন্দের গান নির্বাচন করতে হবে। এরপর পাশে থাকা তিনটি ডট বিন্দুতে ক্লিক করে সিলেক্ট করলেই গানটি প্রোফাইলে যুক্ত হয়ে যাবে।
আরও পড়ুনআপনার ফেসবুক অ্যাকাউন্ট কি অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে১৩ সেপ্টেম্বর ২০২৪ফেসবুক পোস্টে গান যোগ করার জন্য প্রথমে পোস্ট বক্সে ট্যাপ করতে হবে। এরপর নিচে প্রদর্শিত অপশন থেকে মিউজিক নির্বাচন করতে হবে। এবার সার্চ বারে পছন্দের গান লিখে সার্চ করার পর বা প্রদর্শিত গানে ট্যাপ করলেই গানটি পোস্ট বক্সে দেখা যাবে। এবার পোস্ট বক্সে গানের ওপরে থাকা অ্যাড মিডিয়া অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি যুক্ত করতে হবে। এরপর পোস্ট অপশন নির্বাচন করলেই ছবি ও গানসহ পোস্টটি আপলোড হয়ে যাবে।
সূত্র: টেকলুসিভ
আরও পড়ুনফেসবুক পোস্ট নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখবেন যেভাবে২৩ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পছন দ র গ ন গ ন য গ কর
এছাড়াও পড়ুন:
রূপবতী জাদুকর সুহানী
১৯৯০ সালের ২৯ জানুয়ারি ভারতের জয়পুরে জন্মগ্রহণ করেন সুহানী শাহ। ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তার খ্যাতি ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার টিভি শোয়ে জাদু দেখিয়ে তাক লাগিয়েছেন ভারতীয় এই ‘মেন্টালিস্ট’।
এ শো চলাকালীন এক সঞ্চালকের ‘মন পড়ে’ তার গোপন প্রেমিকের নাম বলে দেন সুহানী। সঠিক নাম বলতে পারায় চমকে যান সেই সঞ্চালক। এরপর অন্য এক সঞ্চালকের ‘মন পড়ে’ তার আইফোনের লক খুলে দেন সুহানী। ৩৫ বছরের এই সুন্দরীর কীর্তি দেখে হাততালির ঝড় ওঠে। তার জন্য হইহই করে ওঠেন টিভি শোয়ের বিচারক থেকে দর্শকরাও। আর এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।
ভাইরাল ভিডিও দেখা যায়, অস্ট্রেলিয়ার ওই টিভি শোয়ে সুহানী এক সঞ্চালককে এমন একজনকে নিয়ে ভাবতে বলেন, যাকে তিনি মনে মনে ভালোবাসেন এবং তিনি তার পরিবারের সদস্য নন। এরপর সুহানী ওই মহিলা সঞ্চালকের গোপন প্রেমিকের নাম সঠিকভাবে বলে দেন। এরপরই তাকে অন্য সঞ্চালকের চার সংখ্যার পাসকোড সঠিকভাবে অনুমান করতে দেখা যায়।
সুহানীর এই ভিডিও ভাইরাল হওয়ার পর বেড়ে গেছে তার জনপ্রিয়তা। অন্তর্জালে চর্চাও কম হচ্ছে না। তাকে জানার আগ্রহ প্রকাশ করছেন অনেকে। সুহানী সচ্ছল পরিবারের কন্যা। তার বাবার আমদানি-রপ্তানির ব্যবসা ছিল। সেখানেই ডিজাইনার হিসেবে কাজ করতেন তার মা। তবে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ ছিল না সুহানীর। তার যাবতীয় আকর্ষণ তৈরি হয় জাদুবিদ্যার প্রতি।
দ্বিতীয় শ্রেণিতে পড়াকালীন সুহানী স্কুল ছাড়েন। বাবা-মাকে রাজি করিয়ে জাদুবিদ্যার প্রশিক্ষণ নিতে থাকেন। শোয়ের জন্য সারা বিশ্বে সফরের কারণে সুহানী বাড়িতেই পড়াশোনা করতেন। তার কথায়— “একটি স্কুল যা শেখায় তারচেয়ে বেশি শেখায় অভিজ্ঞতা।”
১৯৯৭ সালের ২২ অক্টোবর, অর্থাৎ মাত্র সাত বছর বয়সে অহমেদাবাদের ঠাকুরভাই দেশাই হলে প্রথম শো করেন সুহানী। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মহারাষ্ট্রের রাস্তায় চোখ বেঁধে গাড়ি চালানোর জন্য সুহানীকে জেলেও যেতে হয়েছিল। তখন তার বয়স আঠারোর গণ্ডি পেরোয়নি। সে সময় তাকে জুভেনাইল আদালতে তোলা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। জাদু দেখিয়ে বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন সুহানী। ‘অল ইন্ডিয়া ম্যাজিক অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে তাকে ‘জাদু পরি’ তকমাও দেওয়া হয়। সুহানীর লিঙ্কডইনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশ-বিদেশে ৫ হাজারের বেশি শো করেছেন সুহানী।
মায়াজাল বুনতে পারদর্শী সুহানী। ‘মেন্টালিস্ট’ হিসেবেও নাম কামিয়েছেন। গোয়ায় ‘সুহানী মাইন্ডকেয়ার’ নামে একটি ক্লিনিক রয়েছে। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্মোহন করার কাজ করেন তিনি। সুহানী করপোরেট প্রশিক্ষক, লেখিকা এবং পরামর্শদাতা হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন। তার লেখা বইয়ের নাম— ‘আনলিশ ইয়োর হিডেন পাওয়ার্স’।
ঢাকা/শান্ত