২০ ঘণ্টায় ২ মিলিয়ন ভিউ, চর্চায়-প্রশংসায় জংলির ১ মিনিট
Published: 14th, March 2025 GMT
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা জংলি সিনেমার ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে প্রয়োজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুক পেজ। একই সঙ্গে নায়ক সিয়াম, বুবলী, দীঘি ও নির্মাতা এম রাহিমের পেজেও প্রকাশ করা হয় এই টিজার। প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় টিজারটি ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। একই সঙ্গে নানা মহলে প্রশংসিত হচ্ছে টিজারটি।
টিজার প্রকাশের পর থেকেই ঈদের অন্যান্য সিনেমা টিজারের সঙ্গেও উদাহরণ টানছে দর্শকরা। কেউ কেউ ঈদের সিনেমার এ পর্যন্ত প্রকাশিত টিজারগুলোর চেয়ে এগিয়েই রাখছে জংলির টিজারকে।
টিজারে সিয়ামের পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাঁড়ি আর পুরাদস্তুর অ্যাকশন লুক। দেশি মাসালা হিরোরূপে যে সিয়ামকে দেখানো হয়েছে এমন সিয়ামকে এর আগে দেখেনি কেউ!
যদিও এর আগে পোস্টার দেখে অনেকেই জানিয়ে আসছিলেন ছবিটি পুষ্পা কিংবা কবির সিংয়ের আদলে নির্মিত। কিন্তু টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কাবীর সিং? অ্যাহহে! জংলি’!
টিজার দেখে একজন মন্তব্য করেছেন, পুরাই আগুন লাগিয়ে দিলো । আরেকজন লিখেছেন, অসাধারণ। একি দেখলাম সিয়াম ভাই। এই রকম মুভি তো চাই বাংলা ইন্ডাস্ট্রিতে।
টিজারের কমেন্টবক্স ভরে গেছে শীর্ষ নায়ক শাকিব খানের বক্তদের করা কমেন্টে। তারা সবাই জানিয়ে দিচ্ছেন, এই ঈদে বরবাদের পরই জংলি দেখব। আমরা শাকিবিয়ানরা জংলির সাথে আছি।
টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। নির্মাতা বলেন, জংলি বাস্তব ঘটনার প্রতিফলন। আমরা সবাই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ঈদে এই সিনেমা দর্শকদের মন জয় করবে।
জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: স য় ম আহম দ ঈদ র স ন ম কর ছ ন
এছাড়াও পড়ুন:
সচিবালয়ে বৈঠকে সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা, আন্দোলন চলবে
অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করে সন্তুষ্ট নন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাই আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি আরো কঠোর করার ঘোষণাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক শেষে এ কথা জানান পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, “আজ আন্দোলন শিথিলভাবে চলছে। পরবর্তীতে কোন প্রক্রিয়ায় আন্দোলন হবে সেটা জানানো হবে।” তবে জনদুর্ভোগ করে আন্দোলন না করার কথা জানান তারা। দাবি অযৌক্তিক নয় এ কথা জানিয়ে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, “এই দাবি দীর্ঘদিনের।”
আরো পড়ুন:
খুলনায় রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
সুনামগঞ্জ-সিলেট
মহাসড়ক অবরোধ করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
তারা বলেন, “আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল। কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি-দাওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”
তারা আরো বলেন, “আমাদের আন্দোলন বর্তমানে শিথিল আছে। কিন্তু আমরা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কর্মসূচি ঘোষণা করব।”
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে-কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
বুধবার সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারা দেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
ঢাকা/হাসান/সাইফ