ভুয়া তথ্যের সন্ধান পেতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে কমিউনিটি নোটস চালু করছে মেটা
Published: 14th, March 2025 GMT
ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়ে থাকে। এর ফলে ভুল বোঝাবুঝি তৈরির পাশাপাশি বিপাকে পড়েন অনেকে। আর তাই ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত করে সেগুলো মুছে ফেলার জন্য কমিউনিটি নোটস চালুর উদ্যোগ নিয়েছে মেটা। আগামী ১৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা যুক্ত করা হবে। তবে প্রাথমিকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য নোটস প্রকাশ করা হবে না।
মেটার তথ্য মতে, তথ্য যাচাইয়ের প্রচলিত পদ্ধতির পরিবর্তে কমিউনিটি নোটস চালু করতে কাজ চলছে। এ সুবিধা চালু হলে নির্বাচিত ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে মেটাকে সরাসরি জানাতে পারবেন। ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে মেটা। ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলা যাবে।
আরও পড়ুনঅদ্ভুত কারণে মেটাতে কর্মী ছাঁটাই২১ অক্টোবর ২০২৪এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ‘২০১৬ সালে তথ্য যাচাই কর্মসূচি চালুর সময় স্পষ্ট বলা হয়েছিল সত্য নির্ধারণের দায়িত্ব আমাদের নয়। সে কারণে নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা বিশেষজ্ঞ ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সহায়তা নিয়েছি। তবে যুক্তরাষ্ট্রে বিষয়টি প্রত্যাশিতভাবে কাজ করেনি। কারণ, বিশেষজ্ঞদেরও নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পক্ষপাত থাকতে পারে। আর তাই নতুন এ সুবিধা চালু করা হচ্ছে।’
আরও পড়ুনফেসবুক লাইভ ভিডিও নির্দিষ্ট সময় পর মুছে ফেলবে মেটা, তবে...২০ ফেব্রুয়ারি ২০২৫
এরই মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের প্রায় দুই লাখ ব্যবহারকারী কমিউনিটি নোটস কার্যক্রমে কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। তবে শুরুর দিকে সবাই নোটস লিখতে বা রেটিং দিতে পারবেন না। ধাপে ধাপে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীকে এই কার্যক্রমে যুক্ত করা হবে। প্রাথমিকভাবে কমিউনিটি নোটস ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামীয়, ফরাসি ও পর্তুগিজ ভাষায় চালু করা হবে।
সূত্র: দ্য ভার্জ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ সব ক
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে গুর্খা সম্মেলন ও গুণীজন সম্মাননা
বিষু উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে রাঙামাটিতে বসবাসরত গুর্খা জনগোষ্ঠীর উদ্যোগে গুর্খা সম্মেলন, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তবলছড়িস্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মঞ্জু রাণী গুর্খার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বরুণ প্রসাদ নেওয়ার, রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মনোজ বাহাদুর গুর্খা, দীলিপ বাহাদুর রায়, পংকজ বাহাদুর গুর্খা, ত্রিদীপ বাহাদুর রায় প্রমুখ।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নেপালী বংশোদ্ভূত গুর্খা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখতে হলে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে চলার পথ দেখাতে হবে। যাতে করে এই নতুন প্রজন্ম গুর্খা জনগোষ্ঠীর বিভিন্ন উৎসব ও আচার-অনুষ্ঠান যথাযথভাবে উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে। আর এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরো পড়ুন:
অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা পরিষদ
সাজেকে ঢল নেমেছে পর্যটকদের, খালি নেই রিসোর্ট
আলোচনা সভা শেষে গুর্খা জনগোষ্ঠীর ছয় নেতাকে গুণীজন সংবর্ধনার ক্রেস্ট দেওয়া হয়। পরে গুর্খা জনগোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব পোশাক পরে নিজের ভাষায় সঙ্গীত ও মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন।
ঢাকা/শংকর/বকুল