ভুয়া তথ্যের সন্ধান পেতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে কমিউনিটি নোটস চালু করছে মেটা
Published: 14th, March 2025 GMT
ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়ে থাকে। এর ফলে ভুল বোঝাবুঝি তৈরির পাশাপাশি বিপাকে পড়েন অনেকে। আর তাই ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত করে সেগুলো মুছে ফেলার জন্য কমিউনিটি নোটস চালুর উদ্যোগ নিয়েছে মেটা। আগামী ১৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা যুক্ত করা হবে। তবে প্রাথমিকভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য নোটস প্রকাশ করা হবে না।
মেটার তথ্য মতে, তথ্য যাচাইয়ের প্রচলিত পদ্ধতির পরিবর্তে কমিউনিটি নোটস চালু করতে কাজ চলছে। এ সুবিধা চালু হলে নির্বাচিত ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে মেটাকে সরাসরি জানাতে পারবেন। ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে মেটা। ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলা যাবে।
আরও পড়ুনঅদ্ভুত কারণে মেটাতে কর্মী ছাঁটাই২১ অক্টোবর ২০২৪এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ‘২০১৬ সালে তথ্য যাচাই কর্মসূচি চালুর সময় স্পষ্ট বলা হয়েছিল সত্য নির্ধারণের দায়িত্ব আমাদের নয়। সে কারণে নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা বিশেষজ্ঞ ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সহায়তা নিয়েছি। তবে যুক্তরাষ্ট্রে বিষয়টি প্রত্যাশিতভাবে কাজ করেনি। কারণ, বিশেষজ্ঞদেরও নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পক্ষপাত থাকতে পারে। আর তাই নতুন এ সুবিধা চালু করা হচ্ছে।’
আরও পড়ুনফেসবুক লাইভ ভিডিও নির্দিষ্ট সময় পর মুছে ফেলবে মেটা, তবে...২০ ফেব্রুয়ারি ২০২৫
এরই মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের প্রায় দুই লাখ ব্যবহারকারী কমিউনিটি নোটস কার্যক্রমে কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। তবে শুরুর দিকে সবাই নোটস লিখতে বা রেটিং দিতে পারবেন না। ধাপে ধাপে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীকে এই কার্যক্রমে যুক্ত করা হবে। প্রাথমিকভাবে কমিউনিটি নোটস ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামীয়, ফরাসি ও পর্তুগিজ ভাষায় চালু করা হবে।
সূত্র: দ্য ভার্জ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ সব ক
এছাড়াও পড়ুন:
এই ৭ বদভ্যাস ধীরে ধীরে আপনাকে অলস বানাচ্ছে
ইশপের সেই গল্প তো আমাদের প্রায় সবারই জানা। খরগোশ আর কচ্ছপ একদিন দৌড় প্রতিযোগিতায় নামল। খরগোশ এক নিমেষেই অর্ধেক পথ পাড়ি দিয়ে পেছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক পেছনে। তখন খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিই। এই বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল খরগোশ। ওদিকে ধীরে ধীরে কচ্ছপ পৌঁছে গেল শেষ দাগে। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই খরগোশের মতো আয়েশ করতে গিয়ে অনেক কিছু থেকে পিছিয়ে পড়ি। অলসতা এক দিনে তৈরি হয় না, বরং দিন দিন কিছু নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে অলসতা আমাদের পেয়ে বসে। একসময় জীবনের অংশ হয়ে দাঁড়ায়। যা আমাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় করার পাশাপাশি মানসিক শক্তিও কমিয়ে দেয়। চলুন দেখে নিই বিষয়গুলো।
ঘুম থেকে দেরিতে ওঠাঘুম থেকে দেরি করে উঠলে অলসতার সঙ্গেই আসলে দিনের শুরুটা হয়। এতে দেহঘড়িরও ছন্দপতন হয়। এ ছাড়া দেরিতে ঘুম থেকে উঠলে কাজ করার সময় কমে যায়, দিনভর বিষণ্ন লাগে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একবার স্ক্রল করতে শুরু করলে অবচেতনেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়