শেরপুরের ঝিনাইগাতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা ছিদ্দিকা রুপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঝিনাইগাতির তেঁতুলতলা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।

অভিযোগ আছে, আয়েশা ছিদ্দিকা রুপালি ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে নানা পোস্ট দিচ্ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনাসহ নানা গুজব ছড়াচ্ছিলেন। তাকে গ্রেপ্তার করতে কয়েক মাস ধরে খুঁজছিল পুলিশ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঝিনাইগাতি উপজেলায় দাপুটে নেত্রী ছিলেন রুপালি। কাউকে পরোয়া করতেন না তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নানাভাবে হয়রানি করেছেন রুপালি।

ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আল আমিন জানিয়েছেন, আয়েশা ছিদ্দিকা রুপালির বিরুদ্ধে মামলা আছে। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে জেলহাজাতে পাঠানো হয়েছে।

ঢাকা/তারিকুল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রমনা বটমূলে গান–কবিতা–উচ্ছ্বাসে ছায়ানটের বর্ষবরণ, বিভাজন ভাঙার প্রত্যয়

পুব আকাশে সবে লাল সূর্য উঠতে শুরু করেছে। মঞ্চে প্রস্তুত শিল্পীরা। সামনে দর্শকসারিতে ভিড় জমে গেছে। শিল্পী সুপ্রিয়া দাশ গেয়ে উঠলেন ‘ভৈরবী’ রাগালাপ। এর মধ্য দিয়ে শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩২ বরণের পালা। আজ সোমবার ভোরে রাজধানীর রমনা বটমূলে এর আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

রাগালাপের পর ‘নূতন প্রাণ দাও, প্রাণসখা’ সম্মেলক গান শোনান ছায়ানটের শিল্পীরা। ‘তিমির দুয়ার খোলো’ একক গান পরিবেশন করেন শিল্পী দীপ্র নিশান্ত। পাখিডাকা ভোরে, সবুজের আচ্ছাদনে দর্শনার্থীরা যেন মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন এ আয়োজন।

এরপর একে একে ২৫টি রাগালাপ, গান আর আবৃত্তি পরিবেশন করা হয়। সকাল সাড়ে আটটার দিকে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত। এ সময় কণ্ঠ মেলান উপস্থিত হাজারো দর্শক। এর মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়।

তবে অনুষ্ঠান শেষের আগে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানান তাঁরা। ফিলিস্তিনিরা আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতিও সংহতি জানানো হয়।

এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। রমনার বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ