২০ রোজার মধ্যে ঈদ বোনাস ও সব বকেয়া পরিশোধের দাবি
Published: 14th, March 2025 GMT
নারায়ণগঞ্জে ২০ রোজার মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের এক মাসের বেতনের সমান ঈদ বোনাস ও সব বকেয়া বেতন–ভাতা পরিশোধের দাবিতে সমাবেশ করেছেন শ্রমিকেরা। একই সঙ্গে ঈদের আগেই তাঁরা মার্চ মাসের বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।
শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজক সংগঠনের জেলা সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সহসভাপতি হাফিজুল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলার সভাপতি গাজী নূরে আলম প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে নেতারা বলেন, ঈদ উপলক্ষে পোশাক কারখানার শ্রমিকদের কাঙ্ক্ষিত ঈদ বোনাস ও সব বকেয়া পাওনা ২০ রোজার মধ্যে পরিশোধ করতে হবে। কারণ, বর্তমান বাজারে শ্রমিকেরা যে মজুরি পান, তা দিয়ে তাঁদের পরিবারের ব্যয় মেটানো সম্ভব হয় না। অতিরিক্ত সময় কাজ করতে হয়। এরপরও ১২ মাস টানাটানির মধ্যে ধারদেনা করে চলে। গ্রামের বাড়িতে যাওয়ার সামর্থ্য ও সময়–সুযোগ কোনোটাই থাকে না। ঈদ এলেই কেবল শ্রমিকেরা একটু ভালো খাবার ও নতুন জামাকাপড় কেনার কথা ভাবেন। শ্রমিকদের এই আকাঙ্ক্ষা ও স্বপ্ন কোনোভাবেই নস্যাৎ করা যাবে না।
বক্তারা বলেন, অতীতে দেখা গেছে, অনেক কারখানার মালিক বেতন–বোনাস নিয়ে কারখানায় সংকট তৈরি করেছেন। কোনো কোনো কারখানার মালিক নামমাত্র বোনাস ৫০০ বা এক হাজার টাকা দিয়ে শ্রমিকদের বিদায় করেছেন। আবার কোনো মালিক সেটিও দেননি। এবার সরকারি নিয়মে শিল্পকারখানার শ্রমিকদের এক মাসের (বেসিক) বেতনের সমান ঈদ বোনাস দিতে হবে। ঈদুল ফিতরের সরকারি ছুটি পাঁচ দিন ভোগ করতে দিতে হবে। কোনো ধরনের বৈষম্য করা চলবে না। পাশাপাশি ঈদের ছুটির আগে মার্চ মাসের পূর্ণ বেতন দিতে হবে। এ ব্যাপারে বিকেএমইএ, বিজিএমইএ ও সরকারের পক্ষ থেকে আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফতুল্লার পানি ও মাদকের সমস্যার সমাধান করবে বিএনপি : দিপু ভূঁইয়া
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিএনপি আপনাদের নিয়ে মাদক ও সন্ত্রাসীদের প্রতিহত করবে। আমাদের সন্তানরা যেন নিরাপদে স্কুলে যেতে পারে আমরা সে ব্যবস্থাও করবো।
এই ফতুল্লায় পানি নিয়ে সমস্যা হচ্ছে সেটা নিয়ে স্থানীয় এমপি অনেক কথা বলেছেন কিন্তু সমাধান করেননি। বিএনপি ক্ষমতায় এলে সে সমস্যা সমাধান করা হবে। আওয়ামীলীগের আমলে এই ফতুল্লায় ঘরে ঘরে মাদক পৌছে গিয়েছিল, সে মাদকের সমস্যা সমাধানও করা হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে ফতুল্লা থানা বিএনপির সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন, আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচন দিন। নির্বাচিত হয়ে ক্ষমতায় বসুন। আপনারা ভাবেন নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। কারণ বিএনপি একমাত্র দল যারা জনগণের সাথে আছে।
আজকের এই মাঠে বিগত সতেরো বছর অনেক নেতা এসেছে অনেক এমপি এসেছে। কেউ কী আপনাদের জলাবদ্ধতার সমস্যার সমাধান করেছে? তারা শুধু সন্ত্রাসী কার্যক্রম করতে ও লুটপাট করতে এসেছিল। আজকে এ মাঠে আমি আপনাদের কথা দিয়ে যাই, বিএনপি ক্ষমতায় আসলে আপনারা ঘরেই কোরবানি দিতে পারবেন, আর ছাদে উঠে কোরবানি করা লাগবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, আপনারা সংস্কারের কথা বলছেন, শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে সেদিনই অর্ধেক সংস্কার হয়ে গিয়েছে। পাঁচ বছর নয়, ৫০ বছর ক্ষমতায় থাকুন কিন্তু জনগনের মেন্ডেট নিয়ে থাকুন। নির্বাচন দিন, দেখেন জনগনকে কে সংসদে পাঠায়।
সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভূইয়া জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমূখ।