নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
Published: 14th, March 2025 GMT
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। গত বছর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারের পর ওয়ানডে সুপার লিগে সেরা সাতে থাকার সুযোগ হারানোয় বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানাদের।
আরও পড়ুনদুই বছরের কন্যাকে হারালেন হজরতউল্লাহ জাজাই২ ঘণ্টা আগেছয় দল ও ১৫ ম্যাচের এই বাছাইপর্ব ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল হবে পাকিস্তানের লাহোরে। আজ এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে সেরা দুই দল জায়গা করে নেবে নারী বিশ্বকাপে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েরা মুখোমুখি হবে আয়ারল্যান্ডে। একই দিনে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। এই দুই ভেন্যুতেই হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও।
১০ এপ্রিল নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
স্বাগতিক ভারতের সঙ্গে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্বে খেলছে উইমেনস চ্যাম্পিয়নশিপে ৭-১০ নম্বরে শেষ করায়। থাইল্যান্ড ও স্কটল্যান্ড এই টুর্নামেন্টে জায়গা পেয়েছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়।
দিনের ম্যাচগুলো সকাল ১০টায় ও দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি:
৯ এপ্রিল, বুধবার
পাকিস্তান-আয়ারল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম
ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ
১০ এপ্রিল, বৃহস্পতিবার
থাইল্যান্ড-বাংলাদেশ, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১১ এপ্রিল, শুক্রবার
পাকিস্তান-স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, গাদ্দাফি স্টেডিয়াম
১৩ এপ্রিল, রোববার
স্কটল্যান্ড-থাইল্যান্ড, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
বাংলাদেশ-আয়ারল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৪ এপ্রিল, সোমবার
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি))
১৫ এপ্রিল, মঙ্গলবার
আয়ারল্যান্ড-থাইল্যান্ড, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
স্কটল্যান্ড-বাংলাদেশ, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৭ এপ্রিল, বৃহস্পতিবার
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
পাকিস্তান-থাইল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৮ এপ্রিল, শুক্রবার
আয়ারল্যান্ড-স্কটল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)
১৯ এপ্রিল, শনিবার
পাকিস্তান-বাংলাদেশ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ট র ন ম ন ট য় স ট ইন ড জ স কটল য ন ড ব ছ ইপর ব
এছাড়াও পড়ুন:
ব্যাটারি কারখানায় ডাকাতি, অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে লুট
সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ২০-২২ দুর্বৃত্ত আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে ১৮ শ্রমিককে মারধর পরে জিম্মি করে ব্যাটারি তৈরির সিসা, প্লেট, কানেক্টরসহ অন্তত ৫৫ লাখ টাকার সামগ্রী লুট করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী ট্রাকে করে নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়াশ-বারুহাঁস সড়কের পশ্চিম দিকে হেদার খালে ভাই ভাই ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের মারধরে কারখানার শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অনন্ত আটজন আহত হয়েছেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।
শয়নুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বড় ট্রাকে ২০ থেকে ২২ জন কারখানায় আসে। তারা টিনের বেড়া ভেঙে কারখানায় ঢুকে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক, শামীমসহ ছয়জনকে জিম্মি করে। তারা বাধা দিলে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। বিশ্রামাগারে ঘুমিয়ে থাকা আরও ১০-১২ শ্রমিককে জিম্মি করে লুটপাট শুরু করে।
প্রায় চার ঘণ্টায় তারা কারখানা থেকে তিন টন ব্যাটারি তৈরির সিসা, ৩৪০ টাকা কেজি মূল্যের ১ হাজার ২০০ কেজি কানেক্টর, ২৫০ টাকা কেজির ১৬ টন প্লেট, ৬৩ হাজার টাকার ৯টি পুরোনো ব্যাটারিসহ প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালপত্র লুট করে ট্রাকে করে চলে যায়। তারা চলে গেলে শ্রমিকরা একে অপরের হাত-পায়ের বাঁধন খুলে পুলিশে খবর দেন।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাই ভাই ব্যাটারি কারখানায় ডাকাতির সত্যতা পাওয়া গেছে। ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।