টানা দুইবারের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল।

এবারও ক্যাম্পেইনটির মাধ্যমে দেশের ১০০টি মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি জনকল্যাণে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি তুলে ধরেছে।

মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। পুরো রমজানে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের সাতটি বিভাগের ১০টি করে মোট ৭০টি মসজিদ পরিষ্কার করা হবে। রাজধানী ঢাকার ৩০টি মসজিদও এই বৃহৎ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত।

লাইজেলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।

রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরো বেড়ে যায়। শুধু রমজানেই নয়; মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল।

‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ লাইজলের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা পালনের একটি উদ্যোগ। রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো.

রাকিব উদ্দিন বলেন, “গত দুই বছর আমাদের এই উদ্যোগ অভূতপূর্ব সাড়া পেয়েছে যা এর প্রয়োজনীয়তা প্রমাণ করে। তৃতীয়বারের মতো এই ক্যাম্পেইন বাস্তবায়নের মাধ্যমে আমরা মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত করার সুযোগ নিশ্চিত করতে চাই।”

ঢাকা/হাসান/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক য ম প ইন মসজ দ রমজ ন

এছাড়াও পড়ুন:

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে

আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। আর তাই মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন এ সুবিধা চালুর ফলে এখন আইফোনের মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।

গত বছর অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ পরীক্ষামূলকভাবে চালু করে অ্যাপল। প্রাথমিকভাবে সংস্করণটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ায় শুধু কম্পিউটার থেকে সেবাটি ব্যবহার করা যেত। এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ মোবাইল প্ল্যাটফর্মের জন্য চালু হওয়ায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।

আরও পড়ুনস্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭ উপায়২৪ ফেব্রুয়ারি ২০২৫

অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণে ব্যবহারকারীরা ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানের তথ্য খুঁজতে পারবেন। ফলে সহজেই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যাবে। এই ঠিকানা থেকে সরাসরি অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুনস্মার্টফোন শতভাগ চার্জ করা ভালো না খারাপ১৪ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ