৭ ছক্কায় যুবরাজের ৫৯, ফাইনালে ভারত
Published: 14th, March 2025 GMT
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের সেমিফাইনালে ব্যাট হাতে ফের বাজিমাত করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং। রায়পুরের শহিদ বীর আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত ভারত মাস্টার্স ও অস্ট্রেলিয়া মাস্টার্সের গুরুত্বপূর্ণ ম্যাচে যুবরাজের বিধ্বংসী ব্যাটিং বিশ্বকে আবারও মনে করিয়ে দিল তার সোনালী দিনের কথা।
ভারত মাস্টার্সের ইনিংস যখন একটু চাপে, তখনই যুবরাজ সিং নামেন ক্রিজে। আর নামার পর থেকেই শুরু হয় ছক্কা-চারের ঝড়। মাত্র ৩০ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের বড় সংগ্রহ গড়ার ভিত তৈরি করে দেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল একেবারে বিস্ফোরক—১৯৬.
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক শেন ওয়াটসন। ভারত মাস্টার্স ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়লেও অভিজ্ঞ শচীন টেন্ডুলকার এগিয়ে আসেন দলকে টানতে। মাত্র ৩০ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি দলকে ভালো অবস্থানে নিয়ে যান। এরপর যুবরাজের তাণ্ডব শুরু হয়। তার বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি স্টুয়ার্ট বিনি (২১ বলে ৩৬), ইউসুফ পাঠান (১০ বলে ২৩) ও ইরফান পাঠান (৭ বলে ১৯) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলের সংগ্রহকে ২২০ রানে পৌঁছে দেন।
আরো পড়ুন:
মার্চ তো বটেই, এপ্রিলের শুরুতেও বুমরাহকে পাবে না মুম্বাই
প্রিমিয়ার লিগে বোলারদের দিন
জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া মাস্টার্স। ৯৪ রানের দারুণ জয়ে ফাইনালে নাম লেখায় ইন্ডিয়া মাস্টার্স।
অস্ট্রেলিয়ার বেন কাটিং ৩০ বলে ৩ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করেন। ২১টি করে রান করেন সাথান রেয়ারডন, বেন ডাঙ্ক ও শন মার্শ।
বল হাতে ভারতের শাহবাজ নাদিম ৪ ওভারে ১ মেডেনসহ ১৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। যুবরাজকে ছাপিয়ে ম্যাচসেরাও হন তিনি। বিনয় কুমার ২ ওভারে ১০ রান দিয়ে ২টি ও ইরফান পাঠান ৩.১ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যাটারি কারখানায় ডাকাতি, অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে লুট
সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ২০-২২ দুর্বৃত্ত আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে ১৮ শ্রমিককে মারধর পরে জিম্মি করে ব্যাটারি তৈরির সিসা, প্লেট, কানেক্টরসহ অন্তত ৫৫ লাখ টাকার সামগ্রী লুট করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী ট্রাকে করে নিয়ে গেছে তারা।
বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়াশ-বারুহাঁস সড়কের পশ্চিম দিকে হেদার খালে ভাই ভাই ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের মারধরে কারখানার শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অনন্ত আটজন আহত হয়েছেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।
শয়নুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি বড় ট্রাকে ২০ থেকে ২২ জন কারখানায় আসে। তারা টিনের বেড়া ভেঙে কারখানায় ঢুকে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক, শামীমসহ ছয়জনকে জিম্মি করে। তারা বাধা দিলে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। বিশ্রামাগারে ঘুমিয়ে থাকা আরও ১০-১২ শ্রমিককে জিম্মি করে লুটপাট শুরু করে।
প্রায় চার ঘণ্টায় তারা কারখানা থেকে তিন টন ব্যাটারি তৈরির সিসা, ৩৪০ টাকা কেজি মূল্যের ১ হাজার ২০০ কেজি কানেক্টর, ২৫০ টাকা কেজির ১৬ টন প্লেট, ৬৩ হাজার টাকার ৯টি পুরোনো ব্যাটারিসহ প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালপত্র লুট করে ট্রাকে করে চলে যায়। তারা চলে গেলে শ্রমিকরা একে অপরের হাত-পায়ের বাঁধন খুলে পুলিশে খবর দেন।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, খবর পেয়ে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাই ভাই ব্যাটারি কারখানায় ডাকাতির সত্যতা পাওয়া গেছে। ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।