বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) নির্বাহী পর্ষদের নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী তাসনীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনাসভা শেষে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএসএফ উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জাহাংগীর আলম চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা সাবিদিন ইব্রাহিম, সাইমুম রেজা তালুকদার পিয়াস, আলাউদ্দীন মোহাম্মদ ও স্থায়ী পরিষদের আবু বকর সিদ্দিক, আরিফ রহমান, কাইয়ুম আহমেদ, ইব্রাহিম হোসেন প্রমুখ।

বিডিএসএফের স্থায়ী পর্ষদ (স্ট্যান্ডিং কমিটি) ও উপদেষ্টা পরিষদ (অ্যাডভাইজরি কাউন্সিল) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন নির্বাহী পর্ষদ (এক্সিকিউটিভ কমিটি) অনুমোদন করে। এতে সহ-সভাপতি হয়েছেন সাফকাত আলম আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা সেঁজুতি, মুখপাত্র সুস্মিতা হোসেন স্বর্ণালী, কোষাধ্যক্ষ সাদিয়া ইসলাম তৃষা, কর্মসূচি সম্পাদক ইয়াসিন আরাফাত, অনুষ্ঠান সম্পাদক মাহমুদ হাবিব। সাইখন হাসান ও বাপ্পী আহমেদ অর্গানাইজেশনাল সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য বিডিএসএফের নির্বাহী পর্ষদের এ কমিটি অনুমোদন করা হলো। প্রয়োজন সাপেক্ষে ছয় মাস পর রদবদল করা হতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ড এসএফ আহম দ

এছাড়াও পড়ুন:

সীমান্তের ইছামতি নদীতে ভাসছে যুবকের লাশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। সীমান্তের হুদাপাড়া গ্রামের ইছামতি নদীর ভারতীয় অংশে শুক্রবার (১১ এপ্রিল) বিকেল পর্যন্ত লাশটি ভাসতে দেখার কথা জানান স্থানীয়রা। 

লাশটি নদীর যে অংশে রয়েছে সেটি ভারতের নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকা।

এলাকাবাসী জানান, আজ দুপুরের পর হুদাপাড়া গ্রামের এক কৃষক নদীর পাড়ের মাঠে যান। এসময় তিনি নদীতে লাশ ভাসতে দেখেন। পরে বিজিবি ঘটনাস্থলে এসে লাশের বিষয়টি নিশ্চিত হয়। লাশ নদীতে ভাসতে থাকায় তার নাম বা পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

নারায়ণগঞ্জে ৩ জনের বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১

রাজশাহীতে নিখোঁজ স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

এলাকাবাসীর ধারণা, ওই যুবক বাংলাদেশি নাগরিক হতে পারেন। তার বাড়ি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসিপাড়ায় হতে পারে। তারা মনে করছেন, তিনদিন আগে বাঘাডাঙার ওয়াসিমসহ আরো তিনজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এসময় বিএসএফ তাদের ধাওয়া করে। বিএসএফের হাতে আটক হন ওয়াসিম আলী।

এ বিষয়ে জানতে খালিশপুর ৫৮ বিজিবি’র পরিচালক রফিকুল ইসলামের মোবাইলে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “ইছামতী নদীর ভারতীয় অংশে একটি লাশ পড়ে আছে শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। নিয়মানুযায়ী এ ধরণের ঘটনায় বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিয়ে থাকে। কাজেই বিজিবি কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারব না। বিজিবির কাছ থেকে চূড়ান্ত তথ্য পাওয়ার পরে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সীমান্তে গুলি করে ও পিটিয়ে দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
  • ভারতে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি কুটি মিয়াকে
  • সীমান্তের ইছামতী নদীতে বাংলাদেশি যুবকের লাশ, নিয়ে গেছে বিএসএফ
  • ওয়াকফ আইনবিরোধী আন্দোলনে ফের রণক্ষেত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ
  • মহেশপুরে ইছামতি নদীর ভারতীয় অংশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সীমান্তের ইছামতি নদীতে ভাসছে যুবকের লাশ