বিডিএসএফের নতুন সভাপতি তাসনীম আহমেদ, সম্পাদক মাহমুদুল হাসান
Published: 14th, March 2025 GMT
বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) নির্বাহী পর্ষদের নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী তাসনীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনাসভা শেষে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএসএফ উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জাহাংগীর আলম চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা সাবিদিন ইব্রাহিম, সাইমুম রেজা তালুকদার পিয়াস, আলাউদ্দীন মোহাম্মদ ও স্থায়ী পরিষদের আবু বকর সিদ্দিক, আরিফ রহমান, কাইয়ুম আহমেদ, ইব্রাহিম হোসেন প্রমুখ।
বিডিএসএফের স্থায়ী পর্ষদ (স্ট্যান্ডিং কমিটি) ও উপদেষ্টা পরিষদ (অ্যাডভাইজরি কাউন্সিল) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন নির্বাহী পর্ষদ (এক্সিকিউটিভ কমিটি) অনুমোদন করে। এতে সহ-সভাপতি হয়েছেন সাফকাত আলম আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা সেঁজুতি, মুখপাত্র সুস্মিতা হোসেন স্বর্ণালী, কোষাধ্যক্ষ সাদিয়া ইসলাম তৃষা, কর্মসূচি সম্পাদক ইয়াসিন আরাফাত, অনুষ্ঠান সম্পাদক মাহমুদ হাবিব। সাইখন হাসান ও বাপ্পী আহমেদ অর্গানাইজেশনাল সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য বিডিএসএফের নির্বাহী পর্ষদের এ কমিটি অনুমোদন করা হলো। প্রয়োজন সাপেক্ষে ছয় মাস পর রদবদল করা হতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৩ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের ভিতরগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ তিনদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে তারা।
মরদেহ হস্তান্তরের সময় ভারতের রাজগঞ্জ থানার ইন্সপেক্টর অনুপম মজুমদার ও বাংলাদেশের তেঁতুলিয়া থানার এসআই নরেশ চন্দ্র দাস, বিজিবি-বিএসএফ সদস্য, নিহত আল আমিনের বাবা সুরুজ মিয়াসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
নেত্রকোণার ধনু নদ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
নাটোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
স্থানীয় সূত্র জানায়, গত ৮ মার্চ (শনিবার) ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪৪ এর সাব পিলার ৭ হতে আনুমানিক ১৬০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া নামক স্থানে আল আমিনের মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। ভারতের ৪৬ ভাটপাড়া বিএসএফ ব্যাটালিয়নের সদস্যদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় মরদেহ ফেরত চেয়ে ও প্রতিবাদ জানাতে গত সোমবার বিজিবি এবং বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে ভারতের রাজগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাতে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
তেঁতুলিয়া থানার এসআই নরেশ চন্দ্র দাস বলেন, “ভারতে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনদিন পর মঙ্গলবার রাতে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে আল আমিনের লাশ ফেরত দেয় ভারতীয় পুলিশ। পরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ইউপি সদস্য শামসুদ্দিন এবং শফিকুল ইসলামের মাধ্যমে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।”
ঢাকা/নাঈম/মাসুদ